Science & Information Technology > Science Discussion Forum

স্পেনই সবচেয়ে বেশি প্রযুক্তি আসক্ত দেশ

(1/1)

maruppharm:
ফোন, ইন্টারনেট ছাড়া যেন অনেকের চলেই না! ইউরোপের মধ্যে এই কথাটি স্প্যানিশদের বেলায় সবচেয়ে বেশি খাটে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, কাজের সময়ের বাইরেও স্প্যানিশরা তাঁদের প্রযুক্তিপণ্যের পেছনে বেশি সময় কাটান। দিনের মধ্যে অফিসে বা অন্যান্য কাজের সময় ছাড়াও আট ঘণ্টা ৪৮ মিনিট সময় কাটান স্পেনের নাগরিকরা।
স্পেন ছাড়াও প্রযুক্তি আসক্ত দেশের তালিকায় রয়েছে ইতালি, নরওয়ে, নেদারল্যান্ডস, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, সুইজারল্যান্ড, হাঙ্গেরি, যুক্তরাজ্য, সুইডেন ও ফিনল্যান্ড। ইতালির নাগরিকরা কাজের সময়ের বাইরেও সাত ঘণ্টা ৪৮ মিনিট ও নরওয়ে নাগরিকরা সাত ঘণ্টা ৩৬ মিনিট প্রযুক্তিপণ্য নিয়ে সময় কাটান। স্যামসাংয়ের টেকনোনমিক ইনডেস্ক থেকে এই গবেষণার ফল পেয়েছেন গবেষকেরা। গবেষণায় দেখা গেছে, ইউরোপিয়ানরা প্রযুক্তিপণ্য নিয়ে গড়ে সাত ঘণ্টা ৭২ মিনিট সময় কাটান। ডেইলি মেইলের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
প্রযুক্তিপণ্যে আসক্ত দেশ হিসেবে স্পেন শীর্ষে থাকলেও প্রতি তিন মাসে ইতালিয়ানরা প্রযুক্তিপণ্যের পেছনে সবচেয়ে বেশি খরচ করেন। তিন মাসের হিসেবে ইতালির নাগরিকরা ৪৪৪ ব্রিটিশ পাউন্ড খরচ করেন। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা সুইজারল্যান্ডের নাগরিকরা খরচ করেন ৩৬১ পাউন্ড।

Navigation

[0] Message Index

Go to full version