যুক্তরাষ্ট্রের মেরিন সেনাদের সঙ্গে প্রথমবারের মতো প্রশিক্ষণে অংশ নিল গুগলের তৈরি রোবট কুকুর। গুগলের এই ‘বিগ ডগ’কে মেরিন সেনারা বলেন ‘কুজো’। রোবট কুকুরটি মূলত ‘লেগড স্কোয়াড সাপোর্ট সিস্টেম’ যা প্রতিকূল পরিবেশেও ছুটতে পারে।
যুক্তরাষ্ট্রের হাইওয়াইতে ১২ জুলাই রোবট কুকুরটি প্রথমবারের মতো পরীক্ষা করেছেন মেরিন সেনারা। এ সময় এই রোবোটটিকে সেনাবাহিনীর প্রয়োজনীয় সরঞ্জাম, অস্ত্র ও রসদ বহনের কাজে লাগানো হয়। রোবটটি ১৮০ কেজির বেশি ওজনের রসদ বহন করেও দ্রুতগতিতে ছুটতে পারে।
কুজো নামের রোবট কুকুরটি তৈরি করেছেন বোস্টন ডায়নামিকসের প্রকৌশলীরা। বোস্টন ডায়নামিকস বর্তমানে গুগলের অধীন একটি প্রতিষ্ঠান। এই রোবট কুকুর তৈরি করতে পাঁচ বছর সময় লেগেছে। কোনো ধরনের বিরতি ছাড়াই টানা ২০ মাইল পর্যন্ত এই রোবট ছুটতে পারে। একে নিয়ন্ত্রণ করাও সহজ। গেম খেলার মতো জয় স্টিক দিয়েই এই রোবট কুকুরকে নিয়ন্ত্রণ করা যায়।