Science & Information Technology > Science Discussion Forum

প্যানোরমা

(1/1)

maruppharm:
দামি ক্যামেরা, উন্নত লেন্স নেই! ছবি তোলার খুঁটিনাটিও তেমন ভালো জানা নেই হয়তো। তাতেও চিন্তা নেই। দারুণ সব ছবি তোলায় বাধা পড়বে না। যদি স্মার্টফোনে থাকে ওয়ান্ডারশেয়ার প্যানোরমা অ্যাপ্লিকেশনটি (অ্যাপ)। এক ক্লিকেই ছবিতে যোগ করতে পারবেন প্যানোরমা আবহ।
 ক্যামেরার ছবি তোলার বাটনে চাপ দিন এবং ফোনটিকে ধীরে ধীরে দৃঢ়ভাবে বাম থেকে ডানে ঘোরান। ছবি তোলা হয়ে গেলে ফ্রেমগুলো নিজে থেকেই পরস্পর যুক্ত হয়ে প্যানোরমা আবহ তৈরি করবে।
 শুধু তা-ই নয়, প্যানোরমা ছবিতে পুরোনো ছবি, স্কেচ ইত্যাদি আবহ যোগ করতে পারবেন। আর এই ছবিগুলো শেয়ার করতে পারবেন টুইটার, ফেসবুক, ই-মেইল ও ফ্লিকারে।
নির্মাতা: ওয়ান্ডারশেয়ার সফটওয়্যার কোম্পানি লিমিটেড
নামানোর ঠিকানা: http://goo.gl/66zuLK
আকার: ৩.৩ মেগাবাইট।

Navigation

[0] Message Index

Go to full version