Science & Information Technology > Science Discussion Forum

সুন্দর চেহারা পেতে ৪০ বিশেষজ্ঞ নিয়োগ!

(1/1)

maruppharm:
নিজের চেহারা সুন্দর দেখাতে ৪০ জন বিশেষজ্ঞ নিয়োগ! নিজের ছবিতে সৌন্দর্য ফুটিয়ে তুলতে এস্থার হোনিগ নামের এক নারী সাংবাদিক সম্প্রতি ৪০ জন ফ্রিল্যান্স ফটোশপ বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ছবিটি কতটা সুন্দর হয়েছে?বাংলাদেশি ফটোশপ বিশেষজ্ঞের চোখে এস্থার হোনিগ। এস্থারের আসল ছবি ও ফটোশপ করা ছবি দেখানো হয়েছে।

কথায় বলে, ‘যার নয়নে যারে লাগে ভালো’। এই পৃথিবীতে বিভিন্ন জাতি ও বিভিন্ন সংস্কৃতি রয়েছে। কিন্তু কীভাবে ‘সুন্দর’কে সংজ্ঞায়িত করা যাবে? মেকআপ আর ফটোশপ এখন সৌন্দর্য বাড়ানোর কাজে লাগানো হচ্ছে কিন্তু এই সৌন্দর্যের মানদণ্ড কী দাঁড়িয়েছে? এ বিষয়টি নিয়ে কাজ করতে পেশায় সাংবাদিক এস্থার হোনিগ ‘বিফোর অ্যান্ড আফটার’ নামের একটি প্রকল্পে কাজ করছেন। ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম ব্যবহার করে ২৫টি দেশের ৪০ জন ফটোশপ বিশেষজ্ঞকে কাজে লাগিয়েছিলেন তিনি। সব বিশেষজ্ঞের কাছে তিনি অনুরোধ করেছিলেন তাঁকে যতটা সম্ভব সুন্দর করে তুলতে। মজার বিষয় হলো এই প্রকল্পে বাংলাদেশের ফ্রিল্যান্সার ফটোশপের একজন বিশেষজ্ঞও কাজ করেছেন।
এস্থার হোনিগ বলেন, ফটোশপের মাধ্যমে সৌন্দর্য ফুটিয়ে তুলতে প্রত্যেকের ব্যক্তিগত পছন্দ ও তাঁর সংস্কৃতির প্রতিফলন দেখা গেছে। এ ক্ষেত্রে সৌন্দর্য একেক জনের চোখে একেক রকম ভাবে ফুটে উঠেছে।

Navigation

[0] Message Index

Go to full version