IT Help Desk > IT Forum
উইন্ডোজ ৮ এ কিভাবে পিকচার পাসওয়ার্ড দিবেন।
(1/1)
Md. Mahfuzul Islam:
১। প্রথমে আপনার কম্পিউটারের ফ্রী ডেক্সটপে মাউসের কারসর উপরের ডান কোনায় নিয়ে যান। এবার এখান থেকে দেখতে পাবেন সার্চ,শেয়ার ইত্যাদি আসছে।এখানকার সবার নিচেরটা অর্থাৎ সেটিংসে যান।
২। তারপর Change PC Settings এ যান।
৩। এরপর এখান থেকে Users এ যান।
৪। এবার Create a Picture Password ক্লিক করুন।
৫। এখন যদি পাসওয়ার্ড দেওয়া থাকে সেটা চাবে। আপনি সেটা দিন।
৫। তারপর ব্রাউজ করে আপনার Choice করা একটা ফটো দিয়ে দিন।
৬। এরপর Use This Picture এখানে ক্লিক করুন।
৭। এবার আপনার পছন্দমত তিনটা জায়গা মাউস ক্লিক করতে বলা হবে।
৮। আপনি মনে রাখতে পারেন এমন তিনটা জায়গা সিলেক্ট করুন।এভাবে ২ বার সিলেক্ট করে কনফার্ম করুন।
৯। Finish করে বেরিয়ে আসুন।
ব্যাস।কাজ শেষ। এবার লগ অফ করে দেখুন। দেখবেন পিকচার আসছে। এখন আপনি যে তিনটা জায়গায় মাউস ক্লিক করেছিলেন সেই তিনটা জায়গায় মাউস ক্লিক করুন। দেখবেন পি সি খুলে গেছে।
Lima Rahman:
Useful post :)
Navigation
[0] Message Index
Go to full version