Entertainment & Discussions > Fashion

সেদ্ধ আলুর খোসা

(1/1)

Md. Nurul Islam:

সেদ্ধ আলুর খোসা

বর্ষাকালের অন্যতম সঙ্গী হলো কাদা। বৃষ্টি-বাদলার দিনে কাপড়চোপড়ে কাদা ছিটে লাগবেই! কাদা পানি আর মাটির মিশ্রণ হলে হবে কি, এর দাগ কিন্তু সহজে উঠতে চায় না। এমনকি সাবান দিয়ে ধুলেও কাপড় থেকে কাদার দাগ যায় না। তাহলে উপায়? উপায় তো একটা আছেই!

ফেলনা একটা জিনিস কাপড় এই কাদার দাগ তুলতে আপনাকে সাহায্য করবে। জিনিসটি হলো সেদ্ধ আলুর খোসা। সেদ্ধ আলুর খোসা নিয়ে দাগের জায়গাটা ঘষুন। এরপর ভালো করে ধুয়ে ফেলুন।

fatema nusrat chowdhury:
 :) is it works?

Nujhat Anjum:
Useful information.

Navigation

[0] Message Index

Go to full version