Faculty of Science and Information Technology > Science and Information
প্রাণের রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ব্রোমিন
(1/1)
mahmud_eee:
সাম্প্রতিক এক গবেষণায় প্রাথমিক পর্যায়ের সামুদ্রিক জীব থেকে মানুষ পর্যন্ত সব প্রাণীর টিস্যু গঠনে ২৮তম রাসায়নিকের গুরুত্ব আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা।
এতদিন মানুষের জীবনের জন্য প্রয়োজনীয় ২৭টি রাসায়নিক উপাদানের কথা জানা ছিল। এখন ২৮তম ব্রোমিনের কথাও জানা গেল।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞানের এলিয়ট ভি নিউম্যান প্রফেসর বিলি হাডসন বলেন, “ব্রোমিন না হলে কোনো প্রাণীই থাকতো না। এটিই আবিষ্কার হয়েছে।”
গবেষকরা প্রাকৃতিক ৯২টি রাসায়নিক উপাদানের মধ্যে এবারই প্রথমবারের মতো ব্রোমিনকে টিস্যু গঠনের জন্য ২৮তম প্রয়োজনীয় উপাদান বলে সনাক্ত করেছেন।
গবেষণায় তারা দেখতে পান, খাবার থেকে ব্রোমিন সরিয়ে নিলে ফলের মাছিরা মারা যায়।
টিস্যু গঠনে ব্রোমিনের এই ভূমিকা মানুষের কিডনি রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানিয়েছেন গবেষকরা।
ডায়ালাইসিস নিচ্ছেন এমন কিডনি রোগীরা ব্রোমিন গ্রহণে উপকৃত হতে পারেন।
সম্প্রতি সেল সাময়িকীতে এ গবেষণা ফলাফল প্রকাশিত হয়েছে।
Navigation
[0] Message Index
Go to full version