Entertainment & Discussions > Cricket
লর্ডসে শেষ টেস্ট ধোনির, ফের অবসরের ইঙ্গিত
(1/1)
imam.hasan:
২০১৫ সালের পর আর ক্রিকেটের দীর্ঘ সংস্করণ টেস্ট খেলবেন না বলে আগেই জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এবার ইংল্যান্ড সফরে ঐতিহাসিক লর্ডস জয়ের পর সেই কথাটিই পুনর্ব্যক্ত করলেন তিনি। একইসঙ্গে জানালেন, ‘ক্রিকেটের মক্কায়’ শেষ টেস্ট খেলার কথাও।
১৭ জুলাই লর্ডসে শুরু হওয়া পাঁচ দিনের আন্তর্জাতিক ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে ৯৫ রানে হারায় ভারত। দীর্ঘ ২৮ বছর পর ‘হোম অব ক্রিকেটে’ এ ঐতিহাসিক বিজয়ের পর এটাকে ‘স্মরণীয়’ বলে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে উল্লেখ করেন ধোনি।
দীর্ঘ সময় পর লর্ডসে এ জয়ের পাশাপাশি নিজেকে আর ‘ক্রিকেটের মক্কায়’ পাঁচ দিনের ম্যাচ খেলতে দেখছেন না বলেই ধোনি এমন অভিব্যক্তি প্রকাশ করেন।
১৯৮৬ সালে কপিল দেবের ভারত ৫ উইকেটে ইংল্যান্ডকে হারানোর পর ধোনির ভারত এ জয় খরা গোচালো। লর্ডসে স্বাগতিকদের বিপক্ষে ১৭টি টেস্ট খেলে এ নিয়ে মাত্র দু’বার জয় পেয়েছে ক্রিকেটের অন্যতম পরাশক্তি দলটি।
ধোনি বলেন, এই জয় এখানে আমাদের বিশেষ প্রাপ্তি, তবে প্রত্যেকটি টেস্ট জয়ই বিশেষ আনন্দের।
ভারতকে ২০১১ বিশ্বকাপ জেতানো ধোনি বলেন, লর্ডসে এটা আমার শেষ টেস্ট হতে যাচ্ছে, কারণ আমি নিজেকে আর হোম ক্রিকেটে খেলতে দেখতে পাচ্ছি না। তাই এটা আমার জন্য বিশেষ স্মরণীয় জয়।
Navigation
[0] Message Index
Go to full version