চলতি বছরের এপ্রিল মাসে উইন্ডোজ এক্সপির বিনামূল্যে মেইনস্ট্রিম সাপোর্ট দেওয়া বন্ধ করে দেয় মাইক্রোসফট
অনলাইন ডেস্ক
এবার ইতিহাস হতে যাচ্ছে উইন্ডোজ-৭। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জানুয়ারিতেই শেষ হচ্ছে মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ-৭ যুগ!উইন্ডোজ-৭ যুগ শেষ!
২০১৫ সালের ১৩ জানুয়ারির পর গ্রাহকদের আর বিনামূল্যে মেইনস্ট্রিম সাপোর্ট দেবে না বলে ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট মাইক্রোসফট। উইন্ডোজ-৭ এর সব সংস্করণের ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
চলতি বছরের এপ্রিল মাসে উইন্ডোজ এক্সপির বিনামূল্যে মেইনস্ট্রিম সাপোর্ট দেওয়া বন্ধ করে দেয় মাইক্রোসফট।
উইন্ডোজ-৭ এর মেইনস্ট্রিম সাপোর্ট বন্ধ হয়ে গেলে হ্যাকারদের আক্রমণ থেকে কম্পিউটার সুরক্ষাসহ হালনাগাদ বিভিন্ন সুবিধা পেতে গ্রাহকরা সমস্যার মুখে পড়বেন। তবে যে সব গ্রাহক এ সেবার জন্য মূল্য পরিশোধ করেন তাদের জন্য ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত এ সেবা অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটি।
এর আগে প্রযুক্তি জগতের উন্নতির ছোঁয়ায় বেশিরভাগ ব্যবহাকারী উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমের পিসিকে উইন্ডোজ-৭ এ রূপান্তরিত করেন। তবে উইন্ডোজ-৮ বাজারে আসার পর বেশ কিছুদিন কেটে গেলও বেশিরভাগ ব্যবহারকারী এখনও উইন্ডোজ-৮ এ অভ্যস্ত নন। এ অবস্থায় ব্যবহারকারীরা বেশ অসুবিধার সম্মুখীন হবেন বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
তারা বলছেন, উইন্ডোজ-৭ এর আকাশচুম্বি জনপ্রিয়তার কারণে মাইক্রোসফট এ সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে। এর আগে উইন্ডোজ এক্সপির বেলায়ও এমনটি করেছিল তারা।
তবে এক্সপির মতো উইন্ডোজ-৭ এর ক্ষেত্রে মেইনস্ট্রিম সাপোর্ট বাড়ানোর ঘটনা নাও ঘটতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট অনেকে। তাদের মতে, 'ডেস্কটপ মোড' নামে পরিচিত উইন্ডোজ-৮ এ উইন্ডোজ-৭ এর সব সুবিধা থাকায় মাইক্রোসফট এবারের সিদ্ধান্তে অটল থাকতে পারে।
বর্তমানে প্রচলিত উইন্ডোজের ৮.১ সংস্করণে অনেক জটিলতা এড়িয়ে পিসি সচল রাখা যায়। বিনামূল্যে সেভেনের মেইনস্ট্রিম সাপোর্ট বন্ধ হয়ে গেলে গ্রাহকরা উইন্ডোজ-৮ কিনতে বাধ্য হবেন বলে ধারণা করেছে মাইক্রোসফট। আর তখন নতুন এই অপারেটিং সিস্টেমের জন্য বাজারে নতুন নতুন সফটওয়্যার ছেড়ে ব্যবসা বাড়ানোর চিন্তা থেকেই এ সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
http://www.samakal.net/2014/07/09/71399