(প্রিয় টেক) ইন্টারনেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড মোবাইলের সাহায্যে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে বাড়ি বা প্রতিষ্ঠানের বিভিন্ন ইলেক্ট্রিক্যাল যন্ত্র সহজেই নিয়ন্ত্রণ করার নতুন প্রযুক্তি আবিষ্কার করেছেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছাত্র হানিফ আলী সোহাগ। এটি মূলত তার তৈরি একটি অ্যান্ড্রয়েড সফটওয়্যার, যার নাম "হানিফ ওয়েব সিস্টেম"।
এই প্রযুক্তিতে ব্যবহার করা হয়েছে মোবাইল ফোন, মাইক্রো কন্ট্রোলার, ব্লুটুথ মডিউল ও রিলে। পরীক্ষামূলকভাবে নিজ বাড়িতে ইতিমধ্যে ৬টি বৈদ্যুতিক লাইটের সুইচ মোবাইলের সাহায্যে নিয়ন্ত্রণ করছেন। দিনাজপুর শহরের কালীতলার বাসিন্দা অ্যাডভোকেট সলিমুল্লাহর পুত্র কুয়েট তৃতীয় বর্ষের ছাত্র হানিফ আলী সোহাগ জানান, তার এই সফটওয়্যারটিতে দুইটি অংশ রয়েছে।
একটা হলো ব্যবহারকারীর অংশ এবং অপরটি হচ্ছে যন্ত্রের সাথে সংযুক্ত অংশ। আর প্রতিটি অংশে নির্দিষ্ট পাসওয়ার্ড এবং ব্যবহারকারীর নামের জন্য ব্যবস্থা রয়েছে। যখন সফটওয়্যারটির দুই অংশে সঠিক পাসওয়ার্ড এবং ব্যবহারকারীর নাম মিলে যাবে তখনই কেবল সফটওয়্যারটি কাজ করবে। আর পাসওয়ার্ড এবং ব্যবহারকারীর নাম পাওয়ার জন্য "হানিফ ওয়েব সিস্টেম" সফটওয়্যারটিতে রেজিস্ট্রেশনের ব্যবস্থা রয়েছে।
হানিফ আলী সোহাগ জানান, যখন সফটওয়্যারটি সঠিকভাবে দুই অংশে সংযুক্ত হবে তখন ব্যবহারকারীর অংশে ব্যবহারকারী যন্ত্রের সাথে সংযুক্ত ইলেক্ট্রিক্যাল যন্ত্রের (লাইট, ফ্যান, ফ্রিজ, ওভেন ইত্যাদি) বর্তমান অবস্থা (চালু/বন্ধ) সহজেই ইন্টারনেটের মাধ্যমে চেক করতে পারবে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে এবং সেখান থেকেই সুইচ চালু বা বন্ধ করতে পারবে।
ইলেক্ট্রিক্যাল যন্ত্র নির্ভুলভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব উল্লেখ করে হানিফ জানান, এই সফটওয়্যারটিতে অনলাইন রেজিস্ট্রেশন এবং লগ-ইন ব্যবস্থা রয়েছে। এর ফলে একাধিক ব্যবহারকারী রেজিস্ট্রেশন করে প্রত্যেকে আলাদা আলাদাভাবে নিজেদের বিভিন্ন ইলেক্ট্রিক্যাল যন্ত্র নিয়ন্ত্রণ করতে পারবেন। এটা শুধু অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে নয়, যে কোন মোবাইল এবং কম্পিউটারের মাধ্যমেও সম্ভব বলে হানিফ দাবি করেন।
হানিফের এই প্রযুক্তির বিষয়ে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযের (হাবিপ্রবি) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. জামিল সুলতান জানান, তার জানামতে এই প্রযুক্তি উদ্ভাবন এটিই প্রথম। হানিফের দাবি যদি সত্য হয় তবে এটি অবশ্যই আশ্চর্য আবিষ্কার।