Entertainment & Discussions > Sports Zone
বল পায়ে জুনিয়র মেসি
(1/1)
maruppharm:
বাবা লিওনেল মেসি ফুটবল বিশ্বের মহাতারকা হওয়ায় জুনিয়র মেসির উপর পাদপ্রদীপের আলোটা যে আগে থেকেই থাকবে তা জানা কথা। কিন্তু তাই বলে ২০ মাস বয়সেই! তবে সমুদ্র পাড়ে ছোট্ট মেসি যেভাবে বল পায়ে ছুটোছুটি করল তাতে মনে হচ্ছে, বড় হয়ে বাবার খেলাতে নাম লেখাবেই সে।
গত বৃহস্পতিবার ইতালির একটি সমুদ্র সৈকতে যেমন 'জুনিয়র মেসি' বল পায়ে ছুটলো এদিক-ওদিক আর তাতেই উৎসাহ জোগালো মেসি পরিবার আর রোদ পোহাতে আসা দর্শকরা।
সৈকতের বালির বাধা এড়িয়ে দৌড়ানোর সময় শরীরের ভারসাম্য রাখতে দু'হাত দুই পাশে ছড়িয়ে রেখেছিল থিয়াগো। বল নিয়ে খেলার সময় থিয়াগোকে হাসতে দেখে খুশিতে আত্মহারা মা আন্তোনেল্লা রোকুজ্জো।
অল্প বয়সে মেসির ফুটবল প্রতিভা দেখে মুগ্ধ হয়েছিল সবাই, বার্সেলোনার তখনকার সভাপতি তো হয়েছিলেন রীতিমত বিস্মিত। সেদিনের সেই প্রতিভাবান শিশুটিই আজকের মহাতারকা লিওনেল মেসি। টানা চারবারের ফিফা ব্যালন ডি'অর জয়ী এই তারকার ছেলেও কি বাবার দেখানো পথে হাটবেন?
asitrony:
Great!!!
monirulenam:
good
Navigation
[0] Message Index
Go to full version