অ্যান্ড্রয়েডই রাজা

Author Topic: অ্যান্ড্রয়েডই রাজা  (Read 720 times)

Offline maruppharm

  • Hero Member
  • *****
  • Posts: 1227
  • Test
    • View Profile
অ্যান্ড্রয়েডই রাজা
« on: August 05, 2014, 12:50:50 PM »
গবেষকেরা বলছেন, স্মার্টফোনের বাজারে এখন অ্যান্ড্রয়েডই ‘কিং’। বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের তথ্য অনুযায়ী, বর্তমানে বাজারের ৮৫ শতাংশ স্মার্টফোনে রয়েছে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বের স্মার্টফোন বাজারে অন্যান্য অপারেটিং সিস্টেমকে একেবারেই কোণঠাসা করে ফেলেছে গুগলের উন্মুক্ত এই অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন। এএফপির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের তথ্য অনুযায়ী, এ বছরের দ্বিতীয় প্রান্তিকে গত বছরের তুলনায় ২৭ শতাংশ বেশি স্মার্টফোন বাজারে এসেছে যার মধ্যে অধিকাংশই হচ্ছে অ্যান্ড্রয়েডনির্ভর।

গত বুধবার প্রকাশিত বাজার গবেষণার প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের তুলনায় এবছরের দ্বিতীয় প্রান্তিকে অ্যান্ড্রয়েডের প্রতিদ্বন্দ্বী অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেমের বাজার দখল ২.২ শতাংশ কমে গেছে।


স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের নির্বাহী পরিচালক নেইল মাউসটন জানিয়েছেন, ‘স্মার্টফোন প্ল্যাটফর্মকে অ্যান্ড্রয়েড এখন প্রায় এক ঘোড়ার দৌড়ের পর্যায়ে নিয়ে এসেছে। সাশ্রয়ী দামের ভালো সার্ভিস ও ব্যবহার-বান্ধব সফটওয়্যার হওয়ায় বিশ্বের হার্ডওয়্যার নির্মাতা, অপারেটর ও গ্রাহকদের পছন্দের ওএস এটি। এখন অ্যান্ড্রয়েডকে ঠেকাতে প্রতিদ্বন্দ্বী ওএস নির্মাতাদের বৈপ্লবিক কোনো উদ্ভাবন করতে হবে।’

নেইল মাউসটন আরও জানিয়েছেন, ‘আগামীতে অ্যান্ড্রয়েডের প্রতিদ্বন্দ্বী হতে পারে বড় মাপের আইফোন ও ফায়ারফক্স নির্ভর কম দামের স্মার্টফোন। গত প্রান্তিকে উইন্ডোজনির্ভর স্মার্টফোন ও ব্ল্যাকবেরির বিক্রি কমেছে।’

বাজার গবেষণা প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এশিয়া ও আফ্রিকাতে স্মার্টফোনের জনপ্রিয়তা বাড়ছে আর ইউরোপ ও উত্তর আমেরিকার বাজার আরও বড় হচ্ছে।
Md Al Faruk
Assistant Professor, Pharmacy