Famous > Place

Tourist Spot

(1/1)

sarmin sultana:

   http://online-dhaka.com/images/files/dhaka-city/entertainment/extra/todays-picture/todays-amazing-pciture-137-from-dhaka-city-guide.jpg

যুক্তরাষ্ট্রের San Francisco শহরে অবস্থিত Russian hills। এখানে এমন একটি যে সড়ক রয়েছে যার সৌন্দর্যে সবাই মুগ্ধ হতে বাধ্য। এই সড়কে মোট আটটি বাঁক রয়েছে। যার দুপাশে ফুলের বাগান করে এর সৌন্দর্য বৃদ্ধি করেছে স্থানীয় বাসিন্দারা। বসন্ত এবং গ্রীষ্মের শুরুতে যখন এই সড়কের দুপাশের গাছগুলোতে ফুলে ভরে উঠে তখন এই সড়কে চলাচলকারী গাড়ির আরোহীরা এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে উঠে। San Francisco শহরের অন্যতম আকর্ষণ এই সড়কের নাম Lombard Street।

http://online-dhaka.com/images/files/dhaka-city/entertainment/extra/todays-picture/todays-amazing-pciture-132-from-dhaka-city-guide.jpg

   

ছবিতে যে লাল রঙের হ্রদটি দেখা যাচ্ছে তার নাম Red lake। ফ্রান্সের Camargue অঞ্চলে অবস্থিত এই লবণাক্ত হ্রদের লাল রঙ হওয়ার পিছনে রয়েছে একধরনের ব্যাকটেরিয়া যারা Dunaliella salina। যারা প্রতিনিয়ত এই হ্রদের পানিতে তৈরি করছে একধরনের লাল রঙের রঞ্জকপদার্থ। এই হ্রদটি ক্যামেরুনের Retba Lake এবং জর্ডানের Dead Sea বা মৃত সাগরের মত হলেও , ঐ দুটি হ্রদের সাথে এই হ্রদের পার্থক্য এখানে অন্তত অণুজীব রয়েছে। যেখানে ঐ হ্রদ দুটিতে থাকার সম্ভাবনা একেবারেই নেই।

http://online-dhaka.com/images/files/dhaka-city/entertainment/extra/todays-picture/todays-amazing-pciture-135-from-dhaka-city-guide.jpg

পৃথিবীর কোন সৈকতের সাথেই তুলনা চলবেনা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার Fort Bragg শহরে অবস্থিত সৈকত Glass Beach এর সাথে।  গত শতাব্দীর শুরু থেকেই Fort Bragg শহরের স্থানীয়রা বাসিন্দারা তাদের অব্যবহৃত কাঁচ জাতীয় জিনিসের ভাঙ্গা টুকরো এই সৈকতে ফেলে দিত। কালক্রমে এইসব ভাঙ্গা কাঁচের টুকরো প্রশান্ত মহাসাগরের জলের দাপটে এইসব কাঁচের উপর থেকে ময়লা পরিস্কার হয়ে গেলে এই সুন্দর সৈকতের জন্ম নেয়। ১৯৬৭ সালে North Coast Water Quality Board এই সৈকতে কাচ ফেলার উপর নিষেধাজ্ঞা জারী করে, কিন্তু কয়েক দশকে প্রশান্ত মহাসাগরের উত্থাল ঢেউ এই সব কাঁচের উপর থেকে ময়লা পরিস্কার করে নিলে পুরো সৈকত জুড়ে দেখা মিলে ঝলমলে সব কাঁচের টুকরো। এরপর এই সৈকতটি পরিণত হয় পৃথিবীর অন্যতম একটি দৃষ্টিনন্দন সৈকতে।



http://online-dhaka.com/images/files/dhaka-city/entertainment/extra/todays-picture/todays-amazing-pciture-126-from-dhaka-city-guide.jpg   

উত্তর জাপানের অনন্য ও দৃষ্টিনন্দন এই সড়কের নাম Tateyama Kurobe Alpine Route। যার দুপাশে দাঁড়িয়ে আছে দৈত্যাকৃতির বরফের দেয়াল। সড়কটি সংযোগ স্থাপন করেছে জাপানের Toyama এবং Omachi। এর নির্মাণ কাজ শেষ হয় ১৯৭১ সালে। এই সড়ক দিয়ে চলার সময় চোখে পড়ে Hida পর্বতের অপার্থিব সৌন্দর্য। অতি সতর্কতার সাথে এই সড়কটি নির্মাণ করা হয়। এই সড়ক দিয়ে যে সব গাড়ি চলাচল করে এদের থেকে কোন ধুঁয়া নির্গত হতে পারবেনা। বরফের যেন কোন ক্ষতি না হয় তাই এই সতর্কতা। এর কোন কোন জায়গায় বরফের দেয়ালের উচ্চতা ২০ মিটার পর্যন্ত হয়।

Source: http://www.online-dhaka.com/29_1406_27269_0-todays-picture-27th-january-2014-from-dhaka-city-guide.html


Sarmin Sultana
Assistant Coordination Officer
BBA Program

Navigation

[0] Message Index

Go to full version