Religion & Belief (Alor Pothay) > Hadith

শাওয়ালের ৬ রোযাঃ

(1/1)

Md. Zakaria Khan:
শাওয়ালের ৬ রোযাঃ

রমযানের ২৯/৩০টি রোযা রাখার পরে পুরো শাওয়াল মাসের যেকোন ৬ দিন রোযা রাখলেই এক বছর অর্থাৎ, পুরো ৩৬০ দিন রোযা রাখার সমান সওয়াব পাওয়া যাবে।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেনঃ
“যে ব্যক্তি রমজানের রোজা রাখবে অতপর শাওয়াল মাসে ছয়টি রোজা পালন করবে, সে যেন সারা বছর রোজা রাখল।” [সহীহ মুসলিমঃ ১১৬৪]

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো ইরশাদ করেছেন, “রমজানের রোজা দশ মাসের রোজার সমতুল্য আর (শাওয়ালের) ছয় রোজা দু’মাসের রোজার সমান। সুতরাং এ হলো এক বছরের রোজা। অপর হাদীসে আছে, যে ব্যক্তি রমজানের রোজা শেষ করে ছয় দিন রোজা রাখবে সেটা তার জন্য পুরো বছর রোজা রাখার সমতুল্য।
(যে সৎকাজ নিয়ে এসেছে, তার জন্য হবে তার দশ গুণ। সূরা আন‘আম)
মুসনাদে আহমদঃ ৫/২৮০, দারেমিঃ ১৭৫৫।

সুতরাং, প্রিয় দ্বিনি ভাই ও বোনেরা! প্রস্তুতি নিন - সামান্য আজরে বিরাট সওয়াব অর্জন করার জন্য। আল্লাহ আমাদের সকলকে তোওফিক দান করুন, আমিন।

বিঃদ্রঃ এই রোযার বিশেষ কোন নিয়ম নেই, যেকোন দিনই রাখা যায়। ইচ্ছা হলে একবারে, ইচ্ছা হলে ভেঙ্গে ভেঙ্গে রাখবেন। বোনদের জন্য নিয়ম হচ্ছে, আগে কাযাগুলো দ্রুত রেখে এর পরে শাওয়ালের রোযাগুলো রাখা শুরু করবেন। কারণে হাদীসে আগে রমযানের রোযা রেখে এর পরে শাওয়ালের রোযা রাখার কথা বলা হয়েছে।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে রমজানের রোজা রাখবে অর্থাৎ পুরোপুরি…।”
আর যার ওপর কাজা রয়ে গেছে সে তো রোজা পুরা করেছে বলে গণ্য হবে না যতক্ষণ ওই রোজাগুলোর কাজা আদায় না করে। ফতোয়া, আল-মুগনিঃ ৪/৪৪০।

একারণে শায়খ ইবনে উসায়মিনের ফতোয়া হচ্ছেঃ “নারীদের জন্য বা যাদের রোযা কাযা আছে, তারা শাওয়ালের সওয়াব পেতে হলে আগে কাযা রোযা রেখে এর পরে শাওয়ালের রোযা রাখা শুরু করতে হবে।”

২টা রোযার নিয়ত একসাথে করলে হবেনা।

Md. Zakaria Khan:
বিসমিল্লাহির রাহমানির রাহীম ।।

আবূ হুরাইরাহ আব্দুর রহমান ইবনুূ সাখর রাদিয়াল্লাহু ‘আনহু কর্তৃক বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
‘‘নিশ্চয় আল্লাহ তা‘আলা তোমাদের দেহ এবং তোমাদের আকৃতি দেখেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন।’’

সহীহুল বুখারী ৫১৪৪, ৬০৬৬, মুসলিম ২৫৬৪, তিরমিযী ১১৩৪, ১৯৮৮, নাসায়ী ৩২৩৯, ৪৪৯৬, ৪৫০৬, ৪৫০৭, আবূ দাউদ ৩৪৩৮, ৩৪৪৩, ৪৯১৭, ইবনুূু মাজাহ ১৮৬৭, ২১৭২, ২১৭৪, আহমাদ ৭৬৭০, ৭৮১৫, ৮০৩৯, মালিক ১৩৯১, ১৬৮৪

mrchawdhury:
alahamdulillah May Allah bless us with the barakah of siam fish sha'ban.

Md. Zakaria Khan:
আবূ মালেক আল-হারেস ইবন আসেম আল-আশ'আরী (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ

"পবিত্রতা ঈমানের অর্ধেক; আল-হামদুলিল্লাহ্ (সমস্ত প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য) [বললে] পাল্লা পরিপূর্ণ করে দেয় এবং “সুবহানাল্লাহ ওয়াল-হামদুলিল্লাহ্ (আল্লাহ্ কতই না পবিত্র! এবং সমস্ত প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য) উভয়ে অথবা এর একটি আসমান ও যমীনের মাঝখান পূর্ণ করে দেয়। নামায হচ্ছে আলো, সাদকা হচ্ছে প্রমাণ, সবর উজ্জ্বল আলো, আর কুরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে প্রমাণ। প্রত্যেক ব্যক্তি আপন আত্মার ক্রয়-বিক্রয়ের মাধ্যমে সকাল শুরু করে- আর তা হয় তাকে মুক্ত করে দেয় অথবা তাকে ধ্বংস করে দেয়।" [মুসলিমঃ ২২৩]

হাদিসের মানঃ সহিহ হাদিস

Ms Jebun Naher Sikta:
 May Allah (s.w.t.) accepts our fasts.  :) 8)

Navigation

[0] Message Index

Go to full version