Faculty of Science and Information Technology > Science and Information
থ্রিডি ট্যাবলেট বাজারে ছাড়ছে গুগল
(1/1)
mahmud_eee:
থ্রিডি ট্যাবলেট বাজারে ছাড়ছে গুগল। ৭ ইঞ্চি মাপের এই ট্যাবলেটটি পরীক্ষামূলকভাবে আগামী সেপ্টেম্বর মাসেই ৪০০০ বাজারে ছাড়ছে প্রতিষ্ঠানটি।
মূলত গুগলের এই ট্যাবের পেছনে থাকবে দুটি ক্যামেরা, ইনফ্রারেড ডেপথ সেন্সর ও থ্রিডি ছবি তোলার উন্নত সফটওয়্যার। ছবিতোলার সুবিধাযুক্ত তৈরি করছে গুগল। ওয়াল স্ট্রিট জার্নাল বিষয়টি নিশ্চিত করেছে ।
প্রতিষ্ঠানটির ‘প্রজেক্ট ট্যাঙ্গো’ থেকেথ্রিডি ছবি তোলার এই ট্যাব আসবে। গুগলের অ্যাডভান্সড টেকনোলজি অ্যান্ড প্রজেক্ট গ্রুপ এই ট্যাঙ্গো প্রকল্পে কাজ করছে।
ট্যাঙ্গো প্রকল্প হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবের একটি প্রকল্প। অ্যান্ড্রয়েড ফোন এবং ট্যাবলেটের ডিজাইনসমূহকে ঢেলে সাজানো, ত্রিমাত্রিক ছবি তুলতে সক্ষম ক্যামেরা সংযুক্ত করা এবং তাত্ক্ষণিকভাবে যে কোনও স্থানের ম্যাপ তৈরি করতে পারে এমন সফটওয়্যার তৈরি করাই এ প্রকল্পের উদ্দেশ্য।
Navigation
[0] Message Index
Go to full version