Faculty of Science and Information Technology > Science and Information
শিশুদের ভিডিও গেইম ক্ষতি না উপকার
(1/1)
mahmud_eee:
অনেকের ধারণা শিশুদের জন্য ভিডিও গেইম খতিকর। কিন্তু সঠিক তথ্যে জানা যায়,প্রতিদিন কিছু সময়ের জন্য ভিডিও গেইম খেললে তা শিশুদের ওপর অল্প হলেও ইতিবাচক প্রভাব ফেলে, যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এমনটাই ধারণা পাওয়া গেছে।
বিজ্ঞানীরা দেখেছেন, দিনে এক ঘন্টার কম সময় ভিডিও গেইম খেলা শিশুদের মানিয়ে চলা বা খাপ খাওয়ানোর ক্ষমতা অন্য শিশুদের তুলনায় বেশি যারা কোন গেইমই খেলে না।
তবে যে শিশুরা ৩ ঘন্টার বেশি ভিডিও গেইম নিয়ে মেতে থাকে তারা জীবন সম্পর্কে কম সন্তুষ্টি প্রকাশ করেছে।
এক্সপেরিমেন্টাল সাইকোলজিস্ট ড.অ্যান্ড্রু প্রিবলস্কি ৫০ হাজার ব্রিটিশ শিশু-কিশোরের তথ্য বিশ্লেষণ করেন। বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়।
যখন উত্তরের তুলনা করা হয়, তখন দেখা যায়, যারা দৈনিক ১ ঘন্টার মতো ভিডিও গেইম খেলে তারা জীবন সম্পর্কে অনেক বেশি সন্তুষ্ট। সামাজিক কর্মকান্ডেও তারা অনেক বেশি ইতিবাচক। তাদের মানসিক আবেগ জাতীয় ‘ঝামেলা’ও কম।
তবে ড. প্রিবলস্কি আরো জানান, ভিডিও গেইম শিশুদের ওপর ইতিবাচক প্রভাব ফেললেও পরিবারের সদস্যদের নিজেদের মধ্যকার সম্পর্কের বিষয়টিও শিশুদের আচরণের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে।
Navigation
[0] Message Index
Go to full version