প্রথমবারের মতো লোকালয়ে আমাজন আদিবাসীরা

Author Topic: প্রথমবারের মতো লোকালয়ে আমাজন আদিবাসীরা  (Read 1073 times)

Offline imam.hasan

  • Full Member
  • ***
  • Posts: 246
    • View Profile
সভ্যতার এতোদিন পর এসে বহির্বিশ্বের সঙ্গে সংযোগ ঘটল আমাজন আদিবাসীদের। বিশেষজ্ঞদের মতে, অবৈধ মাদক চোরাচালানকারীদের হুমকির মুখে তারা জঙ্গল ছেড়ে লোকালয়ে এসেছেন।

এই নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে ব্রাজিলের আদিবাসী কর্তৃপক্ষ।

ব্রাজিলিয়ান বিশেষজ্ঞরা বলেন, তারা পেরুর সীমানা পাড়ি দিয়ে নিরাপত্তার জন্য ব্রাজিলে ঢুকে পড়েছেন। গাছ ও মাদক চোরাচালানিদের জন্য চাপে আছেন তারা। 
গত জুনে পানো ভাষা অংশের আদিবাসীটি উত্তর ব্রাজিলের স্থানীয় আশানিখার স্থানীয় লোকজনের সঙ্গে প্রথম যোগাযোগ করেছিলেন।

সেই সাক্ষাতের ভিডিও ধারন করে ব্রাজিলের ন্যাশনাল ইন্ডিয়ান ফাউন্ডেশন (ফুনাই)। সাক্ষাতের একটি ভিডিও আকারে ধারণ করে প্রকাশ করে ব্রাজিলের ন্যশনাল ইন্ডিয়ান ফাউন্ডেশন (ফুনাই)।

ভিডিও’র একটি অংশে দেখা যায়, স্থানীয়রা দুইজন নগ্ন-সশস্ত্র আদিবাসীকে কলা দিচ্ছেন। জায়গাটি ছিল পেরু-ব্রাজিল সীমান্তবর্তী এনভিরা নদীর তীরে। 

ফুনাই জানায়, জ্যামিনাওয়া হোসে কোরেইয়া একজন আশানিখা আদিবাসীরা নিজেদের লোক ও অস্ত্র খুঁজতে ওখানে এসেছিল।

 ভাইরাসে আক্রান্ত হয়ে তিন সপ্তাহ আগে জঙ্গলে গেলেও আদিবাসীর দলটি আবার ফিরে এসেছে বলে জানায় ফুনাই। তাদের চিকিৎসার জন্য একটি সরকারি মেডিকেল টিম পাঠানো হয়েছে।

ফুনাই আন্দাজ করছে, ব্রাজিলিয়ান আমাজনে সর্বোচ্চ সংখ্যক (৭৭) বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগহীন আদিবাসী রয়েছে।