হজের পর দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হবে মক্কার ক্লক টাওয়ার

Author Topic: হজের পর দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হবে মক্কার ক্লক টাওয়ার  (Read 1171 times)

Offline imam.hasan

  • Full Member
  • ***
  • Posts: 246
    • View Profile
এ বছরের হজের পর দর্শনার্থীদের জন্য উম্মুক্ত করে দেয়া হবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উচ্চতার মক্কা ক্লক টাওয়ার। টাওয়ারটির অফিসিয়াল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

উম্মুক্ত করে দেয়ার পর দর্শনার্থীরা টিকেট ক্রয় করে টাওয়ারটির সর্বোচ্চ চূড়ায় আরোহন করতে পারবেন। টাওয়ারটি মক্কা বাইতুল্লাহ শরীফের অতি নিকটে অবস্থিত যার উচ্চতা ৬০১ মিটার।

সৌদি সরকারের একটি সূত্র জানিয়েছে, একই সময়ে বিভিন্ন দেশের বিপুল সংখ্যক দর্শনার্থী এই ক্লক টাওয়ার পরিদর্শন করতে পারবেন। তবে সর্বোচ্চ চূড়ায় আরোহন করতে টিকিটের মূল্য কত নির্ধারণ করা হবে তা হজের পরেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

টাওয়ারটি উপরে আল্লাহ নাম খচিত ঘড়িটির দৈর্ঘ্য ৮০মিটার প্রস্থ ৬৫মিটার। ঘড়িটির ডায়ালের ব্যাস ৩৯মিটার। সৌদি বাদশা আব্দুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদের নির্দেশে টাওয়ারটি মক্কায় নির্মাণ করা হয়েছে বলে জানা গেছে।