Faculty of Engineering > EEE

Jokes (required for refreshment)

(1/1)

abdussatter:
কিশোরগঞ্জে থেকে ঢাকায় এসে এক লোক হরতাল সমর্থকদের হামলার শিকার হন।

- বাই মারুইন কেরে? কইবাইন তো আমার দুষ কি?
- হরতালে বের হইছস কেন? তুই হরতাল অবমাননাকারি।
- আমারে আগে কইছুইন না কেরে আউজগা হরতাল? আমি কি হুনছি নাহি?
হুনলে ১০ সের বাইগুন লইয়া ঢাহা আইয়ি? আমার দুষ নাই। আমারে ছাইড়া দেইন।

- ঐ! আমরা কি ঘরে ঘরে গিয়া কমু যে হরতাল। তোর ঘরে টিভি নাই?

- আকিজ বিড়ি কিনবাম, হেই খ্যামতা নাই গতরো, আফনে কইন টিবি'র কতা।
টিবি কতদুরা দেখছিলাম শুক্কুরবার। বাংলা ছবি। ছবির মইদ্দেও তো কইছুইন না ... যে "অমুক দিন হরতাল আফনারা গরও বইয়া থাহুইনজে"

- যা এখান থেকে যা ভাগ। বেয়াদপ !

- চুলের আলাপ করুইন ম্যায়া ?!! হরতাল দিছুইন আফনেরা, আর আমারে কইন বেয়াদ্দব। আমরার বাইত যাইনজে; হরতাল ছাড়াই হুতাইলাবাম।
ইতা বাহাদুর দেহা আছে !

abdussatter:
হৃদয়ে মাটি ও মানুষ" অনুষ্ঠানে কৃষকের ইন্টারভিউ:
উপস্থাপকঃ ও বাই, ছাগলরে কি খাওয়াইন ??
কৃষকঃ কুনডারে? কালা না সাদা ?
উপস্থাপকঃ কালাডারে।
কৃষকঃ গাস।
উপস্থাপকঃ আর সাদা .. ?
কৃষকঃ ওইডারেও গাসই খাওয়াই।
উপস্থাপকঃ ও !! আইচ্ছা, এইডিরে কই বাইন্দা রাহেন ?
উপস্থাপকঃ আর কালাডা ... ?
কৃষকঃ ঐডারেও সাদাডার লগেই রাহি ৷
উপস্থাপকঃ আর গুছুল করাইন কেমনে ?
কৃষকঃ কালা'ডা না সাদা'ডা ?
উপস্থাপকঃ কালা।
কৃষকঃ পুস্কুনিত্ !
উপস্থাপকঃ আর সাদাডা ... ??
কৃষকঃ ঐডারেও পুস্কুনিত্ই করাই।
উপস্থাপকঃ (চরম ক্ষিপ্ত) হ্যাঁ!! বেহি যহন এক রহমি করস তাইলে জিগাস কেল্লেইগগা “কালা না সাদা” !!?
কৃষকঃ সাদা ছাগলডা যে আমার, এল্লেইগগা ...
উপস্থাপকঃ ও !! আর কালাডা ??
কৃষকঃ (হাসি হাসি মুখে) ঐডাও আমারই l

abdussatter:
রহিম বাদশাহ তার ছোট বেলার দোস্তের বিয়েতে এসেছে। এসেই তার ক্ষুধা লেগে যাওয়ায় সে খাবারের দিকে যায়। বুফে সিস্টেম। দৌড়ে তার দোস্তর কাছে যায়:
-কিরে ছ্যারা আমি কুনডা খাইতাম?
-আরে সব খা ... সব !
-বেকটি খাওন যাইব? ইমুন বাউ থাকলে আগে কইছছ না ক্যারে? লুস লুঙ্গি পিইন্দা আইতাম। আইছি টাইট জিন্স পিইন্দা। উরফ্রে বেল্ট, বিত্রেও বেল্ট।
প্যান্টের হুক খুলে পেট ভরে খাওয়া শুরু করলো বাদশাহ। কিন্তু হতাশা প্রকাশ করেন মিডুরি নাই মুরগীর মধ্যে আলুর ঝোল নাই। ইছা (চিংড়ি) মাছে ঝাল নাই, চিনি দেয়া। পরবর্তীতে তিনি সামনে যেতেই দেখেন এক লোক ছবি তুলছে।
-ফডু তুলুইন ক্যারে? কেডা আফনে?
-আমি রনো ফটোগ্রাফি থেকে আসছি। বিয়েটা কাভার করতে।
-রনো আবার কেডা? কামালের বাইস্তা'ডা?
-আচ্ছা আপনি এটা বুঝবেন না। আমরা বিয়েতে ছবি তুলি বিনিময়ে টাকা পাই।
-কয় টেহা?
-১ লাখ।
-ঠাইৎ মাইরালছে রে !! আমার সিম্ফুনি মোবাইল দেয়াই বেবাক ফডু তুলুন যাইতো। দোস্তর ১ লাখ টেহা গাঙ্গো দিছে।
-স্যার আমাদের ছবির কোয়ালিটি ভালো।
-কিয়ের কুয়ালিটী মোয়ালিটি? বউ'রে যেদিন বিয়া করছিলাম হেইদিন ৫০
টেহা দে ইস্টুডিউ'ত গেয়া এককান ফডু তুলছিলাম। আর ২০ টেহা দেয়া লেমিনেটিং করছিলাম। হেইডা অহনো আগের লাহান আছে।
-স্যার আপনার একটা ছবি তুলি?
-তুলুইন। ওট্টি টেহা নিবাইন একটা ফডু ত তুলবাইন ঐ। খারুইন, চিরুনি দিয়া ইটটুঁ চুল ডা বাউ কইরা লই। আফনের তে পাউডার আছে নি? মুহো মারতাম?
-স্যার! কিছুই লাগবেনা, আপনি দাড়ান।
ছবি তোলা শেষে বাদশাহকে দেখানোর পর তিনি চুপ হয়ে যান। মুখ দিয়ে যখন কথা বের হয় তখন শুধু বলেন:
-বাই! তুই ছবি তুলছস নাহি অইন্য কিছু করছস? আমারে অত সুন্দর লাগে ক্যারে !!?

Collected

abdussatter:
"Press" লেখা একটি গাড়ি শহরে থামল। দুইজন লোক গাড়ি থেকে খুব ভাবের সহিত নামলো। ব্যাপারটা রহিম বাদশাহ'র কাছে ভালো লাগেনি। সে তার সব ভাই ভাতিজা নিয়া এসে পড়লো।
-বেকটি মিইল্লা এই গারি'ডা পিছে দিয়া ধাক্কাইতে থাক, বাদ বাহি আমি দেখতাছি।
সবাই উল্টাপাল্টা ধাক্কানো শুরু করার পরেই গাড়ির লোকজন আসলো।
-কি সমস্যা আপনাদের?
-বাই কইছে। বাই লুক বালা। হে গাড়ি ভাঙতে কয় নাই।
-'বাই' কে?
-ঐ যে ....চোখে কালো গ্লাস পড়নে সাদা লুঙ্গী মুখে গরম সিগারেট ..... রহিম বাদশাহ এগিয়ে আসলো।
-গাড়িত Press লেহা, এল্লেইগা আমার পুলাপাইন Press করতাছে। পিছে '১০০ হাত দূরে থাকুন' লেখতাইন, তাইলে হেরা দুরাফি থাকতো।
-এই Press সেই Press না।
-আরও মানুষ আনতাম? Press এর মানে কি হুদা একটাই? ডিকশনারি দেহুইন। বালা মতন লেহা আছে: "ধাক্কা দেয়া/চাপ দেয়া"
-এই Press মানে "ধাক্কা বা চাপ দেয়া" নয়। এর মানে "মুদ্রণ" অর্থাৎ "সংবাদ" সম্পর্কিত। অর্থাৎ ...
-খারইন ম্যা !! অত প্যাঁচাল পারুইন ক্যা?... আইন্নের গঞ্জি ত দেহি Press লেহা !! মাইরালছুইন ঠাইৎ ...!!

Collected

Navigation

[0] Message Index

Go to full version