IT Help Desk > Internet
আইফোনে ব্যবহৃত রাসায়নিক ক্যান্সার সৃষ্টির জন্য যথেষ্ট! Enough to cause cancer c
(1/1)
imam.hasan:
মানবদেহের জন্য চরম বিপজ্জনক, এমন দুটি রাসায়নিক পদার্থের ব্যবহার হয় জনপ্রিয় স্মার্টফোন আইফোনে।
ক্যান্সারের মতো ভয়ঙ্কর ব্যাধির জন্ম দিতে পারদর্শী এই রাসায়নিক দুটির কার্যকারিতার দিকটি প্রকাশ্যে নিয়ে আসে চীনের লেবার ওয়াচ এবং গ্রিন আমেরিকা।
সংগঠন দুটি এ বিষয়ে একটি পিটিশনও জমা দেয়। বিষয়টির সত্যতা জানতে কারখানাগুলোয় অনুসন্ধান শুরু করে অ্যাপল।
ব্যবহারকারীদের সুরক্ষিত রাখার উদ্দেশ্যে সেখানে কিভাবে পণ্য উৎপাদন হয় সেদিক বেশ কিছুদিন ধরে সুচারু দৃষ্টি রাখে কোপার্টিনোর এ প্রতিষ্ঠানটি।
অবশেষে আইফোন তৈরিতে এন-হেক্সেন এবং বেনজিন নামের দুটি রাসায়নিকে সন্ধান মেলে। সম্প্রতি যে দুটি রাসায়নিকের ব্যবহার নিষিদ্ধ করেছে অ্যাপল।
তবে কারখানায় কর্মরতদের শরীলে এ ধরনের কোনো বিপদের লক্ষণ খুজে পায়নি আইফোন নির্মাতা।
আলোচকদের মতে, অ্যাপলের এই নিষিদ্ধের সিদ্ধান্তটি অত্যন্ত জরুরি ছিল। এতে মানুষ কঠিন বিপদ থেকে মুক্তি পাবে।
উল্লেখ্য, এন-হেক্সেনা এবং বেনজিন নামক পদার্থ দুটি ক্যান্সারজনিত রোগ সৃষ্টিকারী হিসেবে পরিচিত। ক্যান্সার, লিউকেমিয়া, ক্রোমোজোম ক্ষতি, এবং অঙ্গ
ক্ষতির জন্য বেনজিন যথেষ্ট কার্যকর। অন্যদিকে এন-হেক্সেনার কারণে মাথা ঝিমঝিমানি, তন্দ্রাভাব এবং স্নায়ুতে রক্তের আধিক্য বিষয়ক সমস্যাগুলো দেখা যায়।
Navigation
[0] Message Index
Go to full version