Faculty of Engineering > EEE

আইইউটি ইজোনেন্স ২০১৪

(1/1)

mahmud_eee:
গাজীপুরে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তড়িৎকৌশল বিভাগের উদ্যোগে ২২ আগস্ট আয়োজিত হতে যাচ্ছে আন্তবিশ্ববিদ্যালয় ইজোনেন্স (ESONANCE) ২০১৪। প্রযুক্তিবিষয়ক বহুমাত্রিক এই আয়োজনে মূল আকর্ষণ হিসেবে থাকছে রোবটিক্স, যেখানে প্রথম পুরস্কার এক লাখ টাকা। যাঁরা রোবট ছাড়া অন্য কিছু বানাতে চান, তাঁদের জন্য প্রজেক্ট প্রদর্শনেও রয়েছে আকর্ষণীয় পুরস্কার। এ ছাড়া ভিন্ন ধরনের অংশগ্রহণকারীর জন্য রাখা হয়েছে কুইজ, বিজনেস কেস স্টাডি, কোডিং চ্যালেঞ্জ ও পোস্টার প্রদর্শনের মতো ইভেন্ট।
এখন চলছে শেষ মুহূর্তের রেজিস্ট্রেশন।
রেজিস্ট্রেশন ও তথ্যের জন্য খোলা হয়েছে একটি বিশেষ ওয়েবসাইট: eee.iutoic-dhaka.edu/esonance।
ইভেন্টটির সঙ্গে ফেসবুকেও যোগাযোগ রাখা যেতে পারে।
ফেসবুক পেজের লিঙ্ক:www.fb.com/esonance।

abdussatter:
May our students and teachers can attend there...

Navigation

[0] Message Index

Go to full version