Intel have made little 3G Modem

Author Topic: Intel have made little 3G Modem  (Read 846 times)

Offline khairulsagir

  • Full Member
  • ***
  • Posts: 142
  • Test
    • View Profile
Intel have made little 3G Modem
« on: August 28, 2014, 01:44:42 PM »
তৃতীয় প্রজন্মের (থ্রিজি) নেটওয়ার্কের জন্য বিশ্বের সবচেয়ে ছোট মডেম তৈরি করেছে শীর্ষ চিপ নির্মাতা ইন্টেল করপোরেশন। যুক্তরাষ্ট্রের এক সেন্ট মানের কয়েনের চেয়েও ছোট এ থ্রিজি মডেলের মাধ্যমে সহজেই ইন্টারনেট-সংযোগ ব্যবহার করা যাবে। এক্সএমএম ৬২৫৫ মডেলের এ মডেমটিতে থাকবে পাওয়ার সাপ্লাই-সুবিধা।
মোবাইল সংযোগ দ্রুত বাড়ার ফলে এ ধরনের মডেমের বেশ চাহিদা বেড়েছে বলে উল্লেখ করেছেন গবেষণাপ্রতিষ্ঠান গার্টনারের গবেষণা পরিচালক সার্গিস মুশেল। তিনি জানান, ইন্টেলের এ উদ্যোগ দারুণ। অতি ক্ষুদ্র, এটা কোনো উল্লেখযোগ্য বিষয় নয়। ইন্টারনেট সহজে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এ মডেমের জুড়ি নেই।
বর্তমানে থ্রিজি-সমর্থিত নানা ধরনের স্মার্টফোনে হটস্পট তৈরি করে এটিকে ইন্টারনেট মডেম হিসেবে ব্যবহার করছেন অনেকেই।
তবে এ ক্ষেত্রে আলাদা থ্রিজি-সমর্থিত মডেম দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বেশ সুবিধাজনক। আর তাই ইন্টেল এবার ক্ষুদ্র এ মডেমটি তৈরি করেছে। ঠিক কবে থেকে এ মডেম বাজারে পাওয়া যাবে কিংবা দাম কেমন হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
—বিবিসি অবলম্বনে কাজী আলম


http://paimages.prothom-alo.com/contents/cache/images/200x0x1/uploads/media/2014/08/28/d5ef80efb77bc7198ce128af62826ae9-2o.jpg

Source: www.prothom-alo.com