প্রথম ম্যাচেই জয় বাংলাদেশের

Author Topic: প্রথম ম্যাচেই জয় বাংলাদেশের  (Read 727 times)

Offline imam.hasan

  • Full Member
  • ***
  • Posts: 246
    • View Profile
এসএস স্টিল প্রীতি ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল মুখোমুখি হয়েছিল নেপাল অনূর্ধ্ব-২৩ দলের। আর্মি স্টেডিয়ামে হাজার তিনেক দর্শকের উপস্থিতিতে নেপাল অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ গোলে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

ম্যাচের প্রথমার্ধে গোল পায়নি কোনো দলই। গোল শুন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল। তবে, বিরতির পরে সোহেল রানার গোলে লিড নেয় ডি ক্রুইফ শিষ্যরা। দশ নম্বর জার্সি গায়ে সোহেল রানার একমাত্র গোলে প্রথম ম্যাচে জয় নিয়েই মাঠ ছাড়ে লাল-সবুজরা।
Football_BD
ভাল প্রস্তুতির জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমন্ত্রণ জানিয়েছিল নেপালকে। প্রথম ম্যাচ খেলতে ঢাকার আর্মি স্টেডিয়ামে নেমেছিল দুই দল। নেপালের বিপক্ষে পরের ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট স্টেডিয়ামে ২৯ আগস্ট।

এর আগে এশিয়ান গেমসকে সামনে রেখে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল বিকেএসপিতে অনুশীলন চালিয়েছে ডাচ কোচ ডি ক্রুইফ এবং তার সহযোগী রেনে কোস্টারের দায়িত্বে। এ আসরে ভাল করার জন্য দলটি এর আগে সেনাবাহিনীর বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। দুটি ম্যাচেই জয় উপহার দিয়েছিল ডি ক্রুইফ শিষ্যরা।
Football_BD_inner
উল্লেখ্য, আগামী ১৪ সেপ্টেম্বর থেকে দক্ষিণ কোরিয়ার ইনচনে শুরু হচ্ছে ১৭তম এশিয়ান গেমসের ফুটবল। ১৯ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে এশিয়ান গেমস শুরু হলেও, ১৪ই সেপ্টেম্বর শুরু হয়ে যাবে ফুটবল।

এ উপলক্ষে গত ২১ আগস্ট ফুটবলের ড্র অনুষ্ঠিত হয়। আসন্ন এশিয়ান গেমস ফুটবলের ড্র-তে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপের অন্য দলগুলো হলো: উজবেকিস্তান, হংকং ও আফগানিস্তান।