Entertainment & Discussions > Jokes

Jokes

(1/2) > >>

sarmin sultana:
পিকলুর দাদা অনেক দেখেশুনে পিকলুর বাবাকে বিয়ে দিলেন। বিয়ের পর একদিন পিকলুর দাদার ইচ্ছে করল বেয়াই বাড়ি যাবেন। এক শুভ দিনক্ষন দেখে পোটলা বেধে মনের আনন্দে চললেন বেয়াই বাড়ি।

বেয়াইয়ের বাড়ি যে অঞ্চলে, সে অঞ্চল ছিল মুলার জন্য বিখ্যাত! পিকলুর দাদা সেখানে যেতেই তার বেয়াই রীতিমত হইচই শুরু করে দিলেন। এই পুকুরে জাল ফেলেন, মুরগী জবেহ্‌ করেন, খাসি জবেহ্‌ করেন, গরুর মাংস কিনে আনেন! নানান আয়োজন।

খেতে বসে পিকলুর দাদা পড়লেন মহা বিপদে। প্রথমে আসলো মুলার শাক। তারপর মূলা দিয়ে রান্না করা পুকুরের মাছ। মাংসের বাটির দিকে হাত দিয়েও পিকলুর দাদা মূলার গন্ধ পেলেন। খাসির মাংস ভুনা আসাতে খুশি হয়ে গেলেন। কিন্তু সেটা পাতে নিয়েও দেখেন মূলা দেয়া। সব শেষে আসল মুলা দেয়া ডাল!!

থমথমে মুখে পিকলুর দাদা খাওয়া শেষ করলেন। মনে মনে সিদ্ধান্ত নিলেন মূলার অত্যাচার আর না। আজকেই রওনা। বেয়াই অনেক জোড়াজুড়ি করলেও পিকলুর দাদা তার সিদ্ধান্তে অটল।

পিকলুর দাদা যখন রওনা দিলেন তখন তার বেয়াই তাকে জড়িয়ে ধরে বললেন,

"বেয়াই, আইলেন তো আইলেন, মূলার দিন আইলেন না। আপনেরে মূলা খাওয়াতে পারলাম না। আরেকবার মূলার দিন (মূলার সিজনে) আইয়েন!!!"



Sarmin Sultana
Assistant Coordination Officer
BBA Program

mahzuba:
মজা পাইলাম...।

Mosammat Arifa Akter:
really funny ...

shirin.ns:
very funny...

Israk Zahan Papia:
Haha

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version