পিঁপড়ার উৎপাত থেকে খুব সহজেই মুক্তি

Author Topic: পিঁপড়ার উৎপাত থেকে খুব সহজেই মুক্তি  (Read 1349 times)

Offline shariful.islam

  • Newbie
  • *
  • Posts: 25
  • Test
    • View Profile
পরিষ্কার রাখুন সবকিছু
বাসা-বাড়ির সব কোণায় নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালান। পানিতে কীটনাশক লিকুইড মিশিয়ে প্রতিদিনি দু’বার করে মেঝে মুছতে পারেন। কোথাও নোংরা জমতে দেবেন না। ডাস্টবিন সব সময় খালি রাখার চেষ্টা করুন। ডাইনিং টেবিলে খাবার দীর্ঘক্ষণ ফেলে রাখবেন না। খাওয়ার শেষে বাসনপত্র ধুয়ে রাখুন।

সাদা ভিনেগার
এটি পিঁপড়ার জম। পানি ও সম পরিমাণ সাদা ভিনেগার মিশিয়ে স্প্রে করুন ঘরের সব কোণায়।

দারচিনি গুঁড়া
যেসব জায়গায় পিঁপড়া উৎপাত বেশি সেখানে দারচিনির গুঁড়া ছিটিয়ে দিন। এর গন্ধ এরা সহ্য করতে পারে না।

লবণ
গরম পানিতে কয়েক টেবিল চামচ লবণ মিশিয়ে নিন। মিশ্রণ ঠাণ্ডা করে সম্ভাব্য জায়গাগুলোতে স্প্রে করুন। পিঁপড়া আশেপাশেও ঘেঁষবে না।

চক অথবা বেবি পাউডার
চকগুঁড়া পানিতে গুলে ঘরের বিভিন্ন কোণে এবং দেয়ালে ছড়িয়ে দিন। এ কাজটি বেবি পাউডার দিয়েও করতে পারেন।