তৈলাক্ত ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ঘরোয়া প্যাক

Author Topic: তৈলাক্ত ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ঘরোয়া প্যাক  (Read 1614 times)

Offline chhanda

  • Sr. Member
  • ****
  • Posts: 298
    • View Profile

তৈলাক্ত ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ঘরোয়া প্যাক

|আফরোজা আলী|


বর্তমান আবহাওয়ায় গরমের কারণে তৈলাক্ত ত্বকে নানা ধরণের সমস্যা সৃষ্টি হয়। গরমে ঘেমে তৈলাক্ত ত্বক একদম মলিন হয়ে পড়ে।

তৈলাক্ত ত্বকের উজ্জলতা বাড়াতে নিচের জিনিস গুলো জোগাড় করে প্যাক বানিয়ে নিয়ে ঘরোয়াভাবে ব্যবহার করতে পারেন।

১। ২ টেবিল চামচ লেবুর রস

২। ১ টেবিল চামচ গ্লিসারিন

৩। ৩ টেবিল চামচ গোলাপ জল

-এবার এই উপাদান গুলো একটি পরিষ্কার পাত্রে নিয়ে একসাথে মিশিয়ে নিন। এটা বেশ ঘন একটা প্যাক তৈরি হবে।

ব্যাস তৈরি হয়ে গেল আপনার ত্বকের রঙ উজ্জল করার একটি অনন্য ঘরোয়া প্যাক।