Faculty of Engineering > EEE

অগ্নিনির্বাপক রোবট তৈরি করল রুয়েটের তিন শিক্ষার্থী

(1/1)

mahmud_eee:
(প্রিয়.কম) ‘ফায়ারকপ’ (Firecope) নামের অগ্নিনির্বাপক অভিনব রোবট উদ্ভাবন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর তিন শিক্ষার্থী। যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের সৌরভ সরকার, মুস্তফা মুহিবুল্লাহ শোভন এবং তড়িৎকৌশল বিভাগের চতুর্থ বর্ষের মো. শরীফ আহমেদ মিলে এ রোবট উদ্ভাবন করেছেন।

রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. রোকনুজ্জামানের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা ‘ফায়ারকপ’ নামের এই অগ্নিনির্বাপক রোবটটি উদ্ভাবন করেন। গত শনিবার দুপুরে রুয়েট ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

উদ্ভাবকরা জানান, রোবটটি আগুন নেভাতে সহযোগিতা করবে আর এর বৈশিষ্ট্য হলো, এর চলাচল ও অগ্নিনির্বাপণ কৌশল খুব সহজেই দূর থেকে রিমোট কন্ট্রোল সিস্টেমের সাহায্যে নিয়ন্ত্রণ করা যাবে। রোবটে একটি কার্বন ডাই-অক্সাইড ফায়ার এক্সটিঙ্গুইশার রাখা আছে, যা সাধারণ ক্লাস-বি টাইপ আগুন নেভাতে সক্ষম।

তারা আরও জানান, কোথাও আগুন লাগলে সেখানে রোবটটি পৌঁছে দূর থেকে নিয়ন্ত্রণসহ রিমোট কন্ট্রোলের সাহায্যে কার্বন ডাই-অক্সাইড স্প্রে করবে এবং তাতে তাপমাত্রা নিয়ন্ত্রণসহ আগুনের তীব্রতা কমবে। ফলে অগ্নিনির্বাপণ কর্মীদের জীবনের ঝুঁকি কমার পাশাপাশি উদ্ধারকাজ অনেকটাই সহজ হবে।

এছাড়া রোবটটির প্রতিটি অংশ তৈরি হবে তাপ-সহনীয় পদার্থ দিয়ে। ফলে এটা খুব কাছাকাছি পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করতে পারবে। বর্তমানে এর আধুনিকায়নের জন্য একটি সিসি ক্যামেরা এবং সিঁড়ি বেয়ে উপরে ওঠার জন্য বিশেষ চাকা তৈরির কাজ চলছে।

বাণিজ্যিকভাবে এই রোবট তৈরির জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান সৌরভ, শোভন ও শরীফ।

mahzuba:
Best of luck for all of them....Go ahead...

Kazi Taufiqur Rahman:
Congratulations to them and also best of luck.  :)

Navigation

[0] Message Index

Go to full version