Faculty of Science and Information Technology > Science and Information

মোবাইল-আসক্তি ঠেকাতে ‘নোফোন’

(1/1)

tasnuba.swe:
আজকাল অনেকের ক্ষেত্রেই এটা সত্য যে মোবাইল ফোন ছাড়া তাঁরা একেবারেই থাকতে পারেন না! মোবাইলে আসক্ত এই মানুষদের জন্য সমাধান ভাবা হচ্ছে ‘নোফোন’।


নোফোন কী? নো ফোনের সাদামাটা অর্থ—ফোন না। অর্থাৎ এটি কোনো মোবাইল ফোনই নয়। নোফোন হচ্ছে আইফোনসদৃশ এক টুকরো কালো প্লাস্টিক। আদতে ফোনের মতো হলেও এতে ফোনের কোনো ফাংশন থাকে না, কিন্তু কাছে ফোন থাকার একধরনের অনুভূতি তৈরি করতে পারে। এক খবরে আইএএনএস এ তথ্য জানিয়েছে।

ভারচুয়াল জগৎকে দূরে সরিয়ে বাস্তবতার কাছাকাছি থাকার জন্য ‘নোফোন’ ধারণা নিয়ে একটি প্রকল্প গ্রহণ করেছেন একদল উদ্যোক্তা। তহবিল সংগ্রহের ওয়েবসাইট কিকস্টার্টারে সম্প্রতি তাঁদের এ প্রকল্পটি তুলে এনেছেন। কিকস্টার্টারে এই প্রকল্প সম্পর্কে উদ্যোক্তারা জানিয়েছেন, মোবাইল ফোনের পরিবর্তে এক টুকরো প্লাস্টিক কাছে থাকায় মোবাইল ফোন-আসক্তি দূর হতে পারে।

নোফোনের নির্মাতাদের দাবি, ফোন-আসক্তি সত্যি সত্যি হতে পারে। সব খানেই এটা দেখা যায়। আপনার রোমান্টিক মুহূর্ত নষ্ট করে দেয়, মনোযোগে বিঘ্ন ঘটায়। ছবি দেখার সময় বিরক্ত করে। সত্যিকারের সমাধান হতে পারে এই নোফোন।

সব সময় মোবাইল ফোনে কথা বলার পরিবর্তে প্রযুক্তিমুক্ত একটি বিকল্প হচ্ছে নোফোন। হালকা-পাতলা তারহীন এই প্লাস্টিক পকেটে বা হাতে ফোন থাকার অনুভূতি জাগালেও বিরক্তি তৈরি করবে না; বরং তা ধীরে ধীরে ফোনের আসক্তি কাটাতে সক্ষম হবে।


Source :
Prothom Alo

Navigation

[0] Message Index

Go to full version