Faculty of Science and Information Technology > Science and Information
ভাষার দক্ষতা বাড়ে টুইটারে
(1/1)
tasnuba.swe:
মাত্র ১৪০ অক্ষরে নিজের চিন্তা ও বার্তা প্রকাশ করা যায় মাইক্রোব্লগিং সাইট টুইটারে। গবেষকেরা বলছেন, টুইটারে কম কথায় মনের ভাব প্রকাশের এই অভ্যাস ভাষার দক্ষতা বাড়াতে সাহায্য করে। এক খবরে আইএএনএস এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি টুইটার ব্যবহারে ভাষার দক্ষতা বৃদ্ধির বিষয়টি প্রকাশিত হয়েছে অনলাইন ডেটিং সাইট ওকেকিউপিডের প্রতিষ্ঠাতা ক্রিস্টিয়ার রাডারের লেখা ‘ডাটাক্লিজম: হু উই আর’ নামের বইতে।
গবেষকেরা টুইটারে বহুল প্রচলিত ১০০টি শব্দ বিশ্লেষণ করে দেখেছেন। তাঁরা জানিয়েছেন, প্রচলিত ১০০ শব্দের মধ্যে শুধু ‘রিটুইট’ ও ‘ইউ’ শব্দ দুটি সংক্ষেপে লেখা হয়। অন্যান্য শব্দে গড়ে চারেরও বেশি অক্ষর ব্যবহৃত হয়।
গবেষকেরা দাবি করেন, ‘টুইটার আসলে ব্যবহারকারীদের ভাষার দক্ষতা উন্নয়ন করে। কম কথায় অর্থ প্রকাশ করতে বাধ্য করে টুইটার। বড় বড় বাক্য ব্যবহারের পরিবর্তে কম শব্দে বার্তা প্রদান করতে শেখায়।’
Link:
http://www.prothom-alo.com/technology/article/320302/%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87-%E0%A6%9F%E0%A7%81%E0%A6%87%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87
kaushik.swe:
Then we should let our children to use Twitter in Bangla to learn how to write 'Shar-mormo'...
Navigation
[0] Message Index
Go to full version