Faculty of Science and Information Technology > Science and Information
কার্নিভালে বিশেষ ছাড়ে ডেল পণ্য
(1/1)
tasnuba.swe:
বিশ্বখ্যাত কম্পিউটার ব্র্যান্ড ডেলের উদ্যোগে ১৯ সেপ্টেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘ডেল কার্নিভাল’। কার্নিভালে ক্রেতারা ডেলের সব পণ্যেই বিশেষ মূল্যহ্রাস পাবেন।
কার্নিভালে অংশগ্রহণ করছে ডেলের পরিবেশক এবং রিটেইল পার্টনার প্রতিষ্ঠানগুলো। এই আয়োজনে ডেলের ডেস্কটপ, ল্যাপটপ, মনিটরসহ নানা পণ্য কিনতে পাওয়া যাবে।
ডেল কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশে প্রথমবারের মতো বড় ধরনের কার্নিভালের আয়োজন করছে তারা। কার্নিভালে বিশেষ ছাড়ে ডেলের পণ্য কেনার সুযোগ থাকবে। এ ছাড়া মেলায় থাকবে ডেলের বিশেষ ‘পিসি ক্লিনিক’ বুথ। এই বুথ থেকে ডেল গ্রাহকেরা বিশেষজ্ঞদের কাছ থেকে তাঁদের সমস্যার সমাধান পাবেন।
১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ডেল কার্নিভাল উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করে ডেল। অনুষ্ঠানে ডেলের ভারপ্রাপ্ত কান্ট্রি ম্যানেজার মো. আতিকুর রহমান জানিয়েছেন, ‘১৯ সেপ্টেম্বর বেলা ১১টায় ডেল কার্নিভাল উদ্বোধন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।
আয়োজকেরা জানিয়েছেন, ডেলের কার্নিভাল সবার জন্য উন্মুক্ত। সকাল ১০ থেকে রাত ৮টা পর্যন্ত চালু থাকবে এই কার্নিভাল। এই আয়োজন উপলক্ষে ফেসবুকে চলছে বিশেষ কুইজ প্রতিযোগিতা। বিজয়ীরা পাবেন ডেলের নোটবুক। এ ছাড়াও কার্নিভাল থেকে পণ্য ক্রেতারা বিশেষ র্যাফেল ড্রয়ের মাধ্যমেও পুরস্কার পেতে পারেন।
link:
http://www.prothom-alo.com/technology/article/321421/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7-%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87-%E0%A6%A1%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%AA%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%AF
Navigation
[0] Message Index
Go to full version