Faculty of Science and Information Technology > Science and Information
কিউরিওসিটির নতুন অধ্যায় শুরু
(1/1)
tasnuba.swe:
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) রোবটযান কিউরিওসিটি তার প্রাথমিক লক্ষ্যে পৌঁছেছে। মঙ্গল গ্রহে অবতরণের দুই বছর পর রোবটযানটি সম্প্রতি সেখানকার মাউন্ট শার্পের পাদদেশে পৌঁছায়। মঙ্গলের মাউন্ট শার্প পর্বতটি আকারে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের মাউন্ট রেইনারের প্রায় সমান। লাল গ্রহটির গেল কার্টার আগ্নেয়গিরির কেন্দ্রে অবস্থিত মাউন্ট শার্প ছিল কিউরিওসিটির দীর্ঘ অভিযানের প্রাথমিক লক্ষ্যবস্তু। নাসার প্লানেটারি সায়েন্স বিভাগের পরিচালক জিম গ্রিন বলেন, এবার শুরু হচ্ছে কিউরিওসিটির অভিযানের নতুন অধ্যায়।
নাসা জানায়, মাউন্ট শার্পের নিচের ঢালের অংশে পরীক্ষা-নিরীক্ষা চালাবে কিউরিওসিটি। এর মাধ্যমে মঙ্গলপৃষ্ঠের গঠন সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যাবে। ২০১২ সালে মঙ্গলে অবতরণের পর থেকেই কিউরিওসিটি সেখানে প্রাণের অস্তিত্ব অনুসন্ধানের গবেষণা চালিয়ে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।
http://www.prothom-alo.com/technology/article
kaushik.swe:
Why do not we have the right to see the real / live footage the robot on Mars is recording...
It would be the most amazing film ever
Navigation
[0] Message Index
Go to full version