ক্যারিয়ার কর্নার
সুন্দর কথার পাশাপাশি জেনে নিন অসুন্দর কথা আসলে কি?
অসুন্দর কথা হলো- কটুবাক্য, দুর্বচন, কড়া কথা, পরচর্চা, অপকথা, বাঁকা কথা, গালি, উপহাস, অবজ্ঞা, অপবাদ ইত্যাদি। আপনার সুন্দর কথার মাধ্যমেই শ্রোতা হতে পারে বিমুগ্ধ ও বিমোহিত, আপনি হতে পারেন সবার কাছে প্রিয় ব্যক্তিত্ব। তবে কেন নয় সুন্দর কথা? যারা সুভাষী কিংবা সুবক্তা, তারা এ গুণের অধিকারী হন তাদের ভাষাশৈলীতে, বাচনভঙ্গিতে, কথার সহজ ও সরলতা এবং বাক মধুরতায়। আপনিও হতে পারেন প্রিয়ভাষী কিংবা প্রিয়ভাষিণী। তবে-
* যে কোনো কথা সহজভাবে বলার চেষ্টা করুণ। বাঁকা কথা এড়িয়ে চলুন। ভাষার জটিলতা পরিহার করুন।
* হাসিমুখে কথা বলার চেষ্টা করুন। তবে সবসময় অতিরিক্ত হাসবেন না।
* সুন্দর সুন্দর শব্দ চয়ন করুন, মাতৃভাষাকে ভালোভাবে জেনে শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করুন।
* অপরের কৃতিত্বের জন্য প্রশংসা করুন।
* ভাষার আঞ্চলিকতা পরিহার করতে চেষ্টা করুন।
* কারোর সম্পর্কে মিথ্যা বলবেন না এবং কাউকে না জেনে অপবাদ দেবেন না।
* বলুন কম, শুনন বেশি।
ক্যারিয়ার ডেস্ক
- See more at:
http://www.bd-pratidin.com/2014/09/18/31141#sthash.TcYD5JOc.dpuf