IT Help Desk > ICT
আর কয়েক ঘণ্টা পর আসছে আইওএস ৮
(1/1)
faruque:
আর কয়েক ঘণ্টা পর আসছে আইওএস ৮
আজ রাত বাংলাদেশ সময় রাত ১১ টায় অ্যাপল উন্মুক্ত করতে যাচ্ছে প্রতিষ্ঠানটির মোবাইল অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন আইওএস ৮। সাধারণত এই সময়েই অ্যাপল মোবাইল ওএস এর আপডেট রিলিজ করে থাকে। গত সপ্তাহে অ্যাপল আইফোন ৬ এবং ৬ প্লাস এর ঘোষণা দেয়। তখন জানানো হয়, ১৭ সেপ্টেম্বর থেকে আইওএস এর সর্বশেষ ভার্সন সবার জন্য উন্মুক্ত করা হবে।
অ্যাপল জানিয়েছে, প্রথমে আইফোন ৪এস এবং পরবর্তীতে আইপ্যাড ২ এবং আইপ্যাড মিনি, আইপড টাচের জন্য এটি ডাউনলোড করা যাবে। ১৯ তারিখ থেকে আইফোন ৬ এবং ৬ প্লাস বিক্রি শুরু হওয়ার কথা।
আইওএস ৮ এ থাকছে ফ্ল্যাট ডিজাইন যা ছিল আইওএস ৭ এ। একই সাথে থাকছে নানা ধরনের নতুন ফিচার। যেসকল ব্যবহারকারী আইওএস ৮ নিজেদের ডিভাইসে ইন্সটল করতে আগ্রহী, তাঁদের সকল ডেটা আইটিউন্স বা আইক্লাউডে ব্যাকআপ রাখার পরামর্শ দিয়েছে অ্যাপল।
- See more at: http://www.deshebideshe.com/news/details/40510#sthash.LCpZKase.dpuf
Navigation
[0] Message Index
Go to full version