Entertainment & Discussions > Jokes

Comedy King Gopal Varn

(1/1)

ariful892:
এক মাতাল বন্ধুদের
সাথে পিকনিক করার
জন্য নিজের বাড়ি থেকেই
ছাগল চুরি করল।রাত ভর
খুব আনন্দ করল।
খুব মজা করে খাওয়া দাওয়া করে,
সকালে যখন বাড়িতে ফিরল,
দেখল হায় হায়
ছাগলতো বাড়িতেই।
বউকে জিজ্ঞাসা করল : ওই,
ছাগল আইলো কই থিকা ??
.
.
.
বউ : আরে রাখ তোমার ছাগল ।।
আগে কও, কাল রাইতে তুমি
চোরের মত আমার কুত্তাডারে
লইয়া কই গেছিলা ??

Talukdar Rasel Mahmud:
Hahaha....really funny. :D

Redowana Mahbub:
 ;D ;D ;D ;D

Faruq Hushain:
 ;D ;D ;D

Touseef:
 :D ;D

Navigation

[0] Message Index

Go to full version