Selfie phone introduced by Samsung

Author Topic: Selfie phone introduced by Samsung  (Read 901 times)

Offline ariful892

  • Hero Member
  • *****
  • Posts: 678
  • Focuse on implementation and result...
    • View Profile
Selfie phone introduced by Samsung
« on: September 18, 2014, 03:39:09 PM »
সারা বিশ্ব যখন ‘সেলফি’-জ্বরে পুড়ছে, তখন স্মার্টফোন নির্মাতা স্যামসাং কি হাত-পা গুটিয়ে বসে থাকতে পারে! সেলফি তোলার জন্য বিশেষভাবে তৈরি নতুন একটি স্মার্টফোন আনছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরাযুক্ত স্মার্টফোনটির নাম হতে পারে ‘গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম’। এক খবরে আইএএনএস এ তথ্য জানিয়েছে।

স্যামসাংয়ের সেলফি ফোনের খবর প্রথম প্রকাশ করেছে ভিয়েতনামভিত্তিক ওয়েবসাইট জিওইডিডং ডটকম। ওই ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইমে থাকবে হাই ডেফিনেশন ডিসপ্লে, ১.২ গিগাগার্টজ কোয়াড-কোর স্ন্যাপড্র্যাগন ৪০০ প্রসেসর ও এক জিবি র‌্যাম।

অ্যান্ড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোনটির সামনে সেলফি তোলার জন্য বিশেষভাবে তৈরি ৫ মেগাপিক্সেলের ক্যামেরার পাশাপাশি পেছনে থাকবে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ৮ গিগাবাইট বিল্ট ইন স্টোরেজ সুবিধার স্মার্টফোনটিতে মাইক্রোএসডি কার্ড স্লট ও ২৬০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধা থাকবে। এর দাম হতে পারে ২৩৬ মার্কিন ডলার।
.............................
Md. Ariful Islam (Arif)
Administrative Officer, Daffodil International University (DIU)
E-mail: ariful@daffodilvarsity.edu.bd , ariful@daffodil.com.bd , ariful333@gmail.com