মৃত্যুর পরেও ফেসবুকে পোস্ট, মেইল করতে পারবেন!

Author Topic: মৃত্যুর পরেও ফেসবুকে পোস্ট, মেইল করতে পারবেন!  (Read 1122 times)

Offline mahzuba

  • Full Member
  • ***
  • Posts: 235
  • Test
    • View Profile
দিন দিন মৃত ব্যক্তিদের প্রোফাইলে ভরে যাচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলি। কিন্তু মৃত ব্যক্তিদের প্রোফাইল নিয়ে নান রকম প্রশ্নের মুখে পড়তে হচ্ছে গুগল, ফেসবুককে। গুগল তাদের ইউজারদের মৃত্যুর পর ‘পাওয়ার অফ অ্যাটর্নি’-র মাধ্যমে অ্যাকাউন্ট ব্যবহার ব্যবস্থা ইতিমধ্যেই করেছে। কিন্তু মৃত ব্যক্তিদের প্রোফাইল নিয়ে একেবারে অন্যরকম এক সুযোগ দিতে চলেছে জি মেল, ফেসবুক। ফেসবুকে একটা বিশেষ আইডিতে ইমেলের মাধ্যমে নিজের ছবি, তথ্য, নিজের কথা জানিয়ে দিতে পারবেন। সেই ই মেলে বলে দিতে হবে, সেই ছবি, তথ্যগুলি আপনি আপনার মৃত্যুর কত দিন/মাস/বছর-পর, সঙ্গে বলে দিতে হবে আপনার অ্যাকাউন্টের পাওয়ার অফ অ্যান্টর্নি কে হবেন। আপনার মৃত্যুর সংবাদ ফেসবুক ভেরিফাই করার পর আগের পাঠানো সেই ইমেলের ছবি, তথ্য পোস্ট করে দেবে ফেসবুক স্বয়ং। এই জন্য বেশ খরচ করে নতুন এক সিস্টেম এনেছে ফেসবুক। তবে এই পরিষবা কবে দেখে চালু হবে তা এখনও নিশ্চিত করে

Offline mamun.113

  • Full Member
  • ***
  • Posts: 122
    • View Profile