IT Help Desk > ICT

সেরা ১৫টি অনলাইন পোর্টফোলিও শোকেস

(1/1)

faruque:
সেরা ১৫টি অনলাইন পোর্টফোলিও শোকেস



ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে কাজ করার মানেই হল নিজের কাজগুলোকে বিশ্বদরবারে উপস্থাপন করতে হবে। আর যে যত সুন্দর করে উপস্থাপন করবে নিজেকে, প্রফেশনাল প্লাটফর্মে তার চাহিদাও তত বেশি।

আর এক্ষেত্রে একটা প্রফেশনাল অনলাইন পোর্টফোলিওই পারে ক্লায়েন্টের কাছে আপনার প্রয়াসকে একধাপ সামনে এগিয়ে নিতে। বলা চলে অনলাইনে কাজের ক্ষেত্রে এটি একটি অত্যাবশ্যকীয় অধ্যায়।

পার্সোনাল বা কোম্পানী যে কারণেই হোক, একটি সুন্দর এবং ফাংশনাল পোর্টফোলিও তৈরী করা বেশ সময়সাপেক্ষ্য এবং কষ্টকর। আর ওয়েব ডিজাইন বা কোডিং নলেজ না থাকলে তো কথাই নেই।
তবে এক্ষেত্রে সমাধান কি?

সমস্যার সমাধান দিতেই আমরা আছি, চিন্তিত হবেন না। আপনাদের জন্যেই আজ এমন কিছু অনলাইন টুল শেয়ার করছি যা দিয়ে কোনরকম ডিজাইন এবং কোডিং নলেজ ছাড়াই আপনার ক্রিয়েটিভিটিকে যথাযথভাবে উপস্থাপন করতে পারবেন বিশ্ব দরবারে।

চলুন এক নজরে দেখে নিই অনলাইন পোর্টফোলিও টুলগুলো:

১. কার্বনমেইড: http://carbonmade.com/

২. বিহ্যান্স: http://www.behance.net/

৩. ড্রিবল: http://dribbble.com/

৪. ডাংকড: http://dunked.com/

৫. কোরোফ্লট: http://www.coroflot.com/

৬. ভিউবুক: http://www.viewbook.com/

৭. পোর্টফোলিও বক্স: http://www.portfoliobox.net/

৮. ডেভিয়েন্ট আর্ট: http://www.deviantart.com/

৯. সৌন্ড: http://shownd.com/

১০. সাবফোলিও: http://subfolio.com/

১১. ক্রিভাডো: https://crevado.com/

১২. পোর্টফোলিও ওপেন: http://www.portfoliopen.com/

১৩. ক্রপ: http://www.krop.com/creativedatabase/

১৪. কার্গো: http://cargocollective.com/

১৫. পোর্টফোলিও লাউঞ্জ: http://portfoliolounge.com/

Navigation

[0] Message Index

Go to full version