IT Help Desk > ICT
৪র্থ আন্তর্জাতিক আইসিটি মেলায় অংশ গ্রহন করছে আসুস
(1/1)
faruque:
৪র্থ আন্তর্জাতিক আইসিটি মেলায় অংশ গ্রহন করছে আসুস
আসুস ২০শে সেপ্টেম্বর থেকে রাজধানী ঢাকার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ধানমন্ডীস্থ ক্যাম্পাসে শুরু হওয়া ‘৪র্থ আন্তর্জাতিক আইসিটি ফেয়ার ২০১৪’ শীর্ষক মেলায় অংশ গ্রহন করছে। ৩ দিন ব্যাপি আয়োজিত এই মেলাটি উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। মেলার প্রঙ্গণে রয়েছে আসুস প্যাভিলিয়নে, এতে আসুস সর্বশেষ প্রযুক্তি-নির্ভর নোটবুক, ট্যাবলেট পিসি, মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড, গেমিং পিসি সমূহ প্রদশিত হচ্ছে। এতে ছাত্র-ছাত্রী জন্য রয়েছে আসুস পণ্য পরিচিতি, গেমিং পিসিতে গেম খেলা, প্যাজল গেম খেলা এবং ফেসবুকে গেম খেলার পাশাপাশি রয়েছে ক্যুইজ প্রতিযোগীতার মাধ্যমে উপহার জেতার সুযোগ। মেলা চলবে ২২ শে সেপ্টেম্বর পর্যন্ত।
Navigation
[0] Message Index
Go to full version