Faculty of Science and Information Technology > Science and Information
It should be done more before
(1/1)
tasnuba.swe:
ব্যবহারকারীদের আর জোর করে গুগল প্লাসে ঢোকাবে না গুগল। নতুন ব্যবহারকারীদের ক্ষেত্রে গুগল প্লাসে যোগ দেওয়ার বাধ্যবাধকতা তুলে নিচ্ছে প্রতিষ্ঠানটি। এর আগে গুগলের জিমেইল ব্যবহারকারীদের ক্ষেত্রে গুগল প্লাসে যুক্ত হওয়ার বাধ্যবাধকতা ছিল।
এখন থেকে জিমেইলে অ্যাকাউন্ট খুলতে গেলে গুগল প্লাসে যুক্ত হওয়ার ক্ষেত্রে ‘নো থ্যাঙ্কস’ নামের একটি বাটন থাকবে। জি নিউজের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
গুগলের ডকস বা অন্যান্য গুগল অ্যাকাউন্ট তৈরির সময় গুগল প্লাসে যুক্ত হওয়ার বিষয়টি এত দিন বাধ্যতামূলক করেই রেখেছিল প্রতিষ্ঠানটি। এ ছাড়া গুগল প্লাস ব্যবহারকারীদের এত দিন সত্যিকারের নাম যুক্ত করার বাধ্যবাধকতাও ছিল। কিন্তু এ বছরের জুলাই মাস থেকে সে শর্তটিও সরিয়ে নেওয়া হয়েছে।
এর আগে ‘সাইন ইন উইথ গুগল প্লাস’ নামের যে বাটনটি ছিল তা সরিয়ে এপ্রিল থেকে ‘সাইন ইন দ্য গুগল’ বাটনটি যুক্ত করেছে গুগল।
http://www.prothom-alo.com/technology/article
kaushik.swe:
Thank you Google. It is one of the basic requirements to become free in the digital world of web.
I hope, in future google will stop tracing people's activity who are logged in with their gmail account.
Narayan:
uffffffffffffff. Relax Now.
Navigation
[0] Message Index
Go to full version