Faculty of Engineering > EEE
ওপেন সোর্স নিরাপত্তায় ‘সিম্পলি সিকিউর’
(1/1)
mamun.113:
ওপেন সোর্স বা উন্মুক্ত সোর্সের নিরাপত্তা সফটওয়্যারগুলোকে আরও ব্যবহারবান্ধব করতে পদক্ষেপ নিচ্ছে গুগল ও ড্রপবক্স। ১৯ সেপ্টেম্বর গুগল ও ড্রপবক্স যৌথভাবে ওপেন টেকনোলজি ফান্ডের সঙ্গে মিলে ‘সিম্পলি সিকিউর’ নামের একটি অলাভজনক সংস্থা তৈরি করার ঘোষণা দিয়েছে। এই প্রতিষ্ঠানটির লক্ষ্য হবে নিরাপদ প্রযুক্তি উদ্ভাবন করা এবং তা সবার জন্য সহজলভ্য করা। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সাই-টেক টুডে।
চলতি সপ্তাহের মধ্যেই ওপেন সোর্সকে শক্তিশালী করার জন্য নেওয়া হয়েছে দুটি পদক্ষেপ। এর আগে গত সোমবার ফেসবুক কর্তৃপক্ষ ওপেন সোর্সকে শক্তিশালী করতে এবং প্রয়োজনীয় সফটওয়্যার তৈরি ও এর সঠিক ব্যবহারের জন্য ‘টুডু’ নামের একটি উদ্যোগের ঘোষণা দিয়েছিল। ফেসবুকের ‘টুডু’ উদ্যোগের সঙ্গে গুগল এবং ড্রপবক্সও থাকার ঘোষণা দিয়েছে।
মার্কিন গোয়েন্দা সংস্থার সাবেক কর্মী অ্যাডওয়ার্ড স্নোডেন ব্যক্তিগত তথ্যে গোয়েন্দাদের গোপন নজরদারির তথ্য ফাঁস করার পর সহজে ব্যবহারযোগ্য নিরাপত্তা সফটওয়্যার ব্যবহারের প্রয়োজনীয়তা বেড়েছে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।
mahzuba:
Save process.
Navigation
[0] Message Index
Go to full version