Educational > You need to know
Some Interesting Informaiton
(1/1)
ariful892:
**আসুন জেনে নেই
কিছু মজার তথ্য**
১। মশার দাত আছে।
যদিও মশা
আমাদেরকে কামড়ায়
না। হুল ফোটায়।
২। স্ট্রবেরী (Strawberry)
ফল যার বীজ ফলের বাইরে থাকে।
৩। ফুটবল খেলোয়াড়
একটি ম্যাচে, গড়ে ১২ কি মি দৌড়ায়।
৪। মাথা না ঘুরিয়েই
পেছনে দেখতে পায়– খরগোশ ও
টিয়া পাখি।
৫। মুল টাইটানিক
জাহাজটি বানাতে
খরচ হয়েছিল ৭০ লক্ষ ডলার।
ওদিকে টাইটানিক
সিনেমা বানাতে খরচ
হয়েছে ২০কোটি ডলার।
৬। রেগে গেলে জলহস্তির
ঘামের রঙ লাল হয়ে যায়।
৭। পেয়াজ ছোলার
সময় চুইং গাম চাবালে চোখ
জ্বলবে না।
৮। তাইওয়ানের
একটি কোম্পানী গম
দিয়ে খাবার থালা (প্লেট)
বানায়। অর্থাৎ আপনি খাবার
খাওয়ার পরে প্লেটও
খেয়ে ফেলতে পারবেন।
৯। জিরাফ পানি ছাড়া উটের
চেয়ে বেশীদিন চলতে পারে।
১০। বাইরের ধুলা
বালি ঘরে না আসলে,
আপনার ঘরের বেশীর ভাগ
ধুলা বা ময়লা আসে আপনার মৃত
চামড়া (কোষ)থেকে।
Navigation
[0] Message Index
Go to full version