স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ সম্পর্কিত কিছু সতর্কবার্তা

Author Topic: স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ সম্পর্কিত কিছু সতর্কবার্তা  (Read 4683 times)

Offline taslima

  • Hero Member
  • *****
  • Posts: 515
    • View Profile
প্রশ্ন : স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ এক
হলে কিংবা পজেটিভ-নেগেটিভ
হলে পরবর্তিতে কি ধরনের
সমস্যা হতে পারে? তাদের
নিজেদের
ক্ষেত্রে এবং সন্তানদের ক্ষেত্রে?
উত্তর :
স্বামী ও স্ত্রীর রক্তের গ্রুপ এক
হলে সমস্যা হতে পারে তবে তা নিশ্চ
করে বলা যায় না। কিন্তু যদি তাদের
রক্ত
বিপরীত গ্রুপের হয়
তাতে সমস্যা হওয়ার
সম্ভাবনা কম থাকে।যদি এরকম হয়
মায়ের
যেকোনো মানের পসিটিভ ( এ+,বি+,
এবি+,ও
+) আর বাবার পসিটিভ
অথবা নেগেটিভ
যেকোনো ধরনের
হয়ে থাকে তাহলে সন্তানের উপর
কোনো ঝুকি নেই ! কিন্তু যদি এরকম
হয় মায়ের
নেগেটিভ (এ-,বি-,এবি-,ও-) আর
বাবার ও
নেগেটিভ তাহলেও
কোনো ঝুকি নেই ! কিন্তু
যদি এইক্ষেত্রে মায়ের
যেকোনো ধরনের
নেগেটিভ কিন্তু বাবার এর
পরিবর্তে যেকোনো ধরনের পসিটিভ
হয় (এ
+,বি+,এবি+ও+) তাহলে সন্তান
ধারণের
ক্ষেত্রে ঝুকি থাকে এবং তার
পরিমান
শতকরা ১৬% এর মত ! আর এর
ফলে থালাসেমিয়া সহ
সন্তানেরা বিভিন্ন
শারীরিক কিংবা মানুষিক দিক
থেকে বাধাগ্রস্থ হতে পারে !
২ । সমস্যা হয় কেবল একজনের রক্ত
পসিটিভ
এবং আরেকজনেরটা নেগেটিভ হলে।
না হলে "সাধারণত"সমস্যা হয় না।
ধরন
১ঃধরেন বাবা পসিটিভ,
মা নেগেটিভ,
গর্ভের সন্তান আবার পসিটিভ--এ
ক্ষেত্রে সমস্যা দেখা দেয়
এবং গর্ভের
নেকস্ট সন্তানও যদি পজিটিভ হয়
তবে সেই
সন্তান আক্রান্ত হবে। যদিও এখন এর
সহজ
সমাধান ও "টিকা" আছে। ধরণ
২ঃ স্বামী পজিটিভ, বউ নেগেটিভ।
কিন্তু
বউয়ের মা পজিটিভ ছিল।
সেক্ষেত্রে, বউয়ের
শরীরে পসিটিভ রক্তের
বিরুদ্ধে এন্টিবডি থাকবে। তখন
যদি তার
প্রথম সন্তান পজিটিভ রক্তের হয়
তখন
সমস্যা হবে। যদিও সবই এখন নিরাময়
যোগ্য।
--আবার বলছি, কে কোন রক্তের গ্রুপ
সেইটা ফেক্টর না, ফেক্টর কে কোন
ধরণের
রক্তের অধিকারী। স্বামী বউ দুই
জনেই "বি"
গ্রুপের হতে পারে, কিন্তু একজন
বি পজিটিভ
আর আরেকজন বি নেগেটিভ হলেই
সমস্যা হবে।
Taslima Akter
Sr. Accounts Officer (F&A)
Daffodil International University
Email: taslima_diu@daffodilvarsity.edu.bd