Mistakes in Money Receipt of Students' Accounts

Author Topic: Mistakes in Money Receipt of Students' Accounts  (Read 905 times)

Offline A-Rahman Dhaly

  • Jr. Member
  • **
  • Posts: 90
    • View Profile
    • https://www.youtube.com/abcBangla24
Mistakes in Money Receipt of Students' Accounts
« on: October 13, 2014, 03:12:17 PM »
সকল ডি আ্ই ইউ স্টুডেন্টরা : যখন আপনার টিউশন ফি/রেজিঃ ফি মানি রিসিটে জমা করেন, প্রায় অধিকাংশ স্টুডেন্টই কমন কয়েকটা ভুল করেন
যেমন:
০১) সেমিস্টার শুরুর আগে রেজিস্ট্রেশন ফি বাবদ এমাউন্টটা (সেমিস্টার ফি , লেব ফি, ক্যা্ম্পাস ডেভঃ ফি, এক্সটা কারি: ফি: ইত্যাদি-)প্রত্যেকটি ঘরে আলাদা করে এমাউন্ট না লিখে!
শুধুমাএ সেমিস্টার ফি বা অন্য যে কোন ঘরে ইচ্ছে মত লেখেন।

০২) মিড টার্ম/ ফাইনাল পরীক্ষার আগে যে এমাউন্টটা হবে টিউশন ফি-র ঘরে।
এখানেও একই ভুল করেন অনেকেই অন্য যে কোন ঘরে ইচ্ছে মত লেখেন।

সমস্যা: মানি রিসিটে আপনারা যেই ঘরে লিখে জমা করেন একাউন্টসও(অফিস)ঐ ঘরেই এন্ট্রি করে করে।
দেখা যাবে টিউশন ফি, সেমিস্টার ফি , লেব ফি, ক্যা্ম্পাস ডেভ: ফি এক্সটা কারি: ফি: ইত্যাদির একটাও সঠিক ঘরে জমা না হওয়ার কারনে, আপনাদের একাউন্টস স্টেটমেন্টও সঠিক হবে না!
এছাড়াও টাকার পরিমান কথায়, ফ্যাকাল্টি, প্রোগাম, তারিখ, ক্যা্ম্পাস, স্বাক্ষর, এমনকি আইডি বা নামেও ভুল করেন!

যেহুতু আর্থিক লেনদেন তাই একটু সতর্কতার সাথে মানি রিসিটে পূরন করুন।এতে আপনার পরবর্তী যে কোন সমস্যায় ভোগান্তি লাগব হবে।
......................
A-Rahman Dhaly
BBA, MBA in Finance
Accounts Officer 
(Finance & Accounts Dept.)
Daffodil International University
Ashulia Campus , Savar, Dhaka-1340.

Phone:+880-9666770770- Ext -4303      
Mob   : +01811-458896
Mail:dhaly@daffodilvarsity.edu.bd
Web: daffodilvarsity.edu.bd