Faculty of Science and Information Technology > Science and Information
I need this technology for my Office and House keys
(1/1)
tasnuba.swe:
ইশারায় ডাকা যাবে ফোনকে:
খুব শিগগির ইশারা-ইঙ্গিতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া যাবে মোবাইল ফোনকে। যুক্তরাষ্ট্রের গবেষকেরা দাবি করেছেন, তাঁদের তৈরি নতুন ‘ওয়্যারলেস সেন্সিং প্রযুক্তি’র সাহায্যে স্মার্টফোনকে জেশ্চার বা ইশারার বিষয়গুলো শেখানো যাবে এবং স্মার্টফোন তা বুঝে সেই অনুযায়ী কাজ করতে পারবে।
কীভাবে কাজ করবে এই প্রযুক্তি?
যখন মোবাইল ফোনের কাছে হাত নড়ানো হয়, তখন ফোন থেকে নির্গত বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ফোনে ফেরত আসে। নতুন এই প্রযুক্তিতে ছোট ছোট একাধিক অ্যানটেনা সেই প্রতিফলিত সংকেতগুলো ধরতে পারে এবং সেই অনুযায়ী ফোনকে কাজ করার নির্দেশ দিতে পারে।
Source:http://www.prothom-alo.com/technology/article
kaushik.swe:
Wont you be exposed to more electromagnetic radiation than now from your mobile phone?
Navigation
[0] Message Index
Go to full version