Success Consciousness > Inspiration Stories
আব্রাহাম লিংকন আমাদের শিখিয়েছেন কিভাবে ব্যর্থতাকে হারাতে হয়
(1/1)
Sultan Mahmud Sujon:
২১ বছর বয়সে তিনি ব্যবসায়ে লস করেন।
২২ বছরবয়সে তিনি রাজনীতিতে পরাজিত হন।
২৩ বছর বয়সে আবারও ব্যবসায়ে লস করেন।
২৬ বছর বয়সে হারান প্রিয়তমা স্ত্রীকে ।
২৭ বছর বয়সে তার নার্ভাস ব্রেকডাউন হয়।
৩৪ বছর বয়সে কংগ্রেস নির্বাচনে হেরে যান।
৪৫ বছর বয়সে সিনেট নির্বাচনে হেরে যান।
৩৭ বছর বয়সে ভাইস প্রেসিডেন্ট হওয়ার সুযোগ হাতছাড়া হলো।
৪৯ বছর বয়সে আবারও সিনেট নির্বাচনে পরাজিত হন।
এবং ৫২ বছর বয়সে তিনি হন আমেরিকার প্রেসিডেন্ট।
তিনি আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন।
এতগুলো হারের পরও যিনি কখনো ভাবেন নি,
রাজনীতি আমার জন্যে নয়।
আর তাইতো তিনি হতে পেরেছিলেন আমেরিকার
সর্বকালের ইতিহাসে সবচেয়ে আলোচিত প্রেসিডেন্টদের একজন।
ব্যর্থতা মানে নিচে পড়ে যাওয়া নয়,নিচে পড়ে যাওয়া পরও
উঠে দাঁড়ানোর চেষ্টা না করা হল ব্যর্থতা ।
আব্রাহাম লিংকন আমাদের শিখিয়েছেন
কিভাবে ব্যর্থতাকে হারাতে হয়।
diljeb:
Liked the post.. :)
Navigation
[0] Message Index
Go to full version