Entertainment & Discussions > Fashion

শরতে কালের সৌন্দর্যচর্চা

(1/1)

Rozina Akter:
আলতোভাবে পরিষ্কার করুন: সারা দিনের ঘাম, ধুলাবালি ও ময়লা পরিষ্কার না করলে ত্বকের রোমকূপে প্রদাহ এবং খোসপাঁচড়া সৃষ্টি হতে পারে। ত্বক পরিষ্কারের জন্য সাধারণ কাপড় ব্যবহার করা ক্ষতিকর। এ কাজে সবচেয়ে ভালো নরম ও আর্দ্র কাপড়।

আর্দ্রতা ধরে রাখুন: শুষ্ক আবহাওয়া এবং তাপমাত্রা হ্রাসের ফলে ত্বকও অনুজ্জ্বল হয় এবং আর্দ্রতা হারিয়ে ফেলে। এ সময় বাড়তি আর্দ্রতার জন্য বিশেষ ক্রিম ব্যবহার করা ভালো।

ঠোঁটের যত্ন নিন: শীত শুরু হওয়ার আগেই ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে ক্রিম (কন্ডিশনার) ব্যবহার করতে হবে। এর মাধ্যমে ঠোঁটকে খসখসে হওয়া এবং ফেটে যাওয়ার হাত থেকে রক্ষা করা সম্ভব।

ayasha.hamid12:
Thanks for the information....  :)

Navigation

[0] Message Index

Go to full version