Faculty of Engineering > EEE

আইফোন কি সত্যিই বেঁকে যাচ্ছে?

(1/1)

Tasnuva Anowar:
সদ্য বাজারে আসা আইফোন ৬ প্লাস বেঁকে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ৫ দশমিক ৫ ইঞ্চি পর্দার এ ফোন বড় হওয়ায় প্যান্টের পকেটে রাখায় বেঁকে যাচ্ছে বলে অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন। এ-সংক্রান্ত নানা ধরনের ছবি ও বিভিন্ন ভিডিও ব্লগ, সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগ সাইটেও ছড়িয়ে পড়েছে। অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন, দীর্ঘ সময় প্যান্টের পকেটে থাকার পর দেখা যাচ্ছে, নতুন আইফোনের শব্দ কমানো ও বাড়ানোর বোতামের কাছের জায়গাটা বেঁকে যাচ্ছে। তবে অধিকাংশ অভিযোগকারী জানিয়েছেন, পর্দার আকার বড় হওয়ায় এমন হয়েছে। এ নিয়ে প্রকাশিত একাধিক ভিডিওতেও আইফোন ৬ বাঁকানোর বিষয়টি দেখানো হয়েছে। পুরো এ সমস্যাটিকে সামাজিক যোগাযোগ সাইট এবং বিভিন্ন রিভিউভিত্তিক ওয়েবসাইটে ‘বেন্ডগেট’ বলা হচ্ছে। এর আগেও ২০১০ সালে আইফোন ৪ ব্যবহারকারীরা অ্যানটেনাবিষয়ক এক সমস্যায় পড়ে সমস্যাটির নাম দিয়েছিল ‘অ্যানটেনাগেট’।
সত্যিই কি বেঁকে যাচ্ছে নতুন আইফোন? অনেকের মতে, অত্যন্ত হালকা অ্যালুমিনিয়াম দিয়ে কাঠামো তৈরি করার ফলে আইফোনে এ সমস্যা হচ্ছে। তবে আইফোন ব্যবহারকারীদের ওয়ারেন্টি সেবাদাতা প্রতিষ্ঠান স্কয়ারট্রেড জানিয়েছে, ‘বেঁকে যাওয়ার মতো পাতলা করে আইফোন তৈরি করা হয়নি। এ বিষয়টি খুব দ্রুতই পরীক্ষা করে দেখা হবে।’ ১৯ সেপ্টেম্বর আইফোন বিক্রি শুরু হওয়ার প্রথম তিন দিনেই এক কোটি আইফোন ৬ এবং ৬ প্লাস বিক্রির রেকর্ড গড়েছে অ্যাপল। আর এর কিছুদিন পরেই এমন অভিযোগ পাওয়া গেছে। তবে বিশেষজ্ঞদের মতে, অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি বলে বেশি চাপ পড়লে আইফোন ৬ প্লাস বাঁকা হতে পারে। তবে এতে পর্দার কিছু হয় না। খুবই নমনীয় এবং শাটার রোধক পর্দা হওয়ায় এটি ৪৫ ডিগ্রি কোণেও বাঁকানো যায়। তাই বাঁকা হলেও এতে আইফোনের কোনো ক্ষতি হবে না। এই অভিযোগের বিষয়ে অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, খুব কমসংখ্যক ব্যবহারকারীর কাছ থেকেই এমন অভিযোগ পাওয়া গেছে। এটা তেমন গুরুতর কিছু নয়। পর্দা কিছুটা বড় হওয়ায় এমন হতে পারে বলেও মন্তব্য করা হয়েছে।

Navigation

[0] Message Index

Go to full version