IT Help Desk > ICT
আইফোন উন্মাদনা : প্রথম সপ্তাহেই বিক্রি এক কোটি ছাড়িয়েছে
(1/1)
faruque:
আইফোন উন্মাদনা : প্রথম সপ্তাহেই বিক্রি এক কোটি ছাড়িয়েছে
নতুন মডেলের আইফোন ৬ এবং আইফোন ৬ প্লাস বিক্রি শুরুর প্রথম সপ্তাহ শেষে এর বিক্রি এক কোটিরও বেশি সংখ্যা ছাড়িয়েছে। আগের চেয়ে বড় পর্দায় বাজারে এসে তা ক্রেতার মন জয় করে নিয়েছে। তা ছাড়া বাজারের আসার আগেই ৪০ লাখ আইফোন প্রি-অর্ডার নেওয়ার রেকর্ডও হয়েছে। আইফোনের চিফ এক্সিকিউটিভ টিম কুক জানান, সরবরাহ আরো বেশি হলে বিক্রিও আরো বেশি হতো। ১৯ সেপ্টেম্বর শুক্রবার থেকে আইফোন ৬ ও আইফোন ৬ প্লাস বিক্রি শুরু করে অ্যাপল। ১২ সেপ্টেম্বর থেকে বুকিং নেওয়া শুরু করে তারা।
এদিকে, গত সপ্তাহেই অ্যাপল জানায়, প্রচুর চাহিদার কারণে যুক্তরাষ্ট্রের ক্রেতাদের নতুন মডেলটি হাতে পেতে আগামী মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। ২৬ সেপ্টেম্বর থেকে ২০টি দেশে নতুন মডেলের আইফোন পাওয়া যাবে।
নতুন আইফোনের বাজার নিয়ে বিশ্লেষণ শুরু হয় আগে থেকেই। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান পাইপার জাফরি অ্যান্ড কম্পানির বিশ্লেষক জিন মুনস্টার জানান, ওয়াল স্ট্রিটের পূর্বাভাসের চেয়েও অ্যাপল এবার প্রথম প্রান্তিকে ৯ শতাংশের বেশি মুনাফা ঘরে তুলবে। শত বাধা সত্ত্বেও অ্যাপল নতুন দুটি মডেলের আইফোন সরবরাহ করতে সর্বোচ্চ চেষ্টা করে গেছে এবং তা সফলভাবেই করেছে।
গত বছর চীনসহ ১১টি দেশে আইফোন ৫ এস ও ৫ সি বিক্রি শুরুর প্রথম সপ্তাহে ৯০ লাখ ফোন বিক্রি হয়েছিল। তবে এবার চীনে আইফোন বিক্রি শুরু হবে দেরিতে। তাই চোরাই পথে আইফোন চীনে নেওয়ার জন্য অনেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন অ্যাপল স্টোরের সামনে ভিড় করছেন। চীন থেকে আসা অনেক ক্রেতাকে অ্যাপল স্টোরের সামনে রীতিমতো লড়াই করতে দেখা গেছে। এর মধ্যে তিনজনকে গ্রেপ্তারও করা হয়েছে। কানেকটিকাটের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব তথ্য জানায়।
এই বিপুল সফলতার কারণ তুলে ধরতে গিয়ে টিম কুক বলেন, আগের চেয়ে এবার অ্যাপলের ব্যবস্থাপনা ও উৎপাদন বিভাগ ভালো করেছে। তবে আমাদের আরো বেশি ফোন বিক্রি ও সরবরাহের সুযোগ ছিল। আমরা দ্রুত চাহিদা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা ও কঠোর পরিশ্রম করে যাচ্ছি।
বাজার গবেষণাকারী আরেক প্রতিষ্ঠান স্টিফেল নিকোলাস অ্যান্ড কম্পানির গবেষক রেকার্স জানিয়েছেন, এ বছরের শেষ নাগাদ ১১৫টি দেশে আইফোনের নতুন দুটি মডেল পাওয়া যাবে। আইফোন ৫ এস ও ৫ সি মডেল ১০০টি দেশে যেতে পেরেছিল।
সূত্র : রয়টার্স - See more at: http://www.kalerkantho.com/online/info-tech/2014/09/23/132516#sthash.HYITogwp.dpuf
Navigation
[0] Message Index
Go to full version