IT Help Desk > ICT
ঈদে পাঁচ হাজার টাকায় ট্যাবলেট পিসি
(1/1)
faruque:
ঈদে পাঁচ হাজার টাকায় ট্যাবলেট পিসি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাত্র পাঁচ হাজার টাকায় টাচ্ স্ক্রিন সমৃদ্ধ নতুন মডেলের ট্যাবলেট পিসি দিচ্ছে ‘ইলেক্ট্রো ভিশন’। নান্দনিক ডিজাইনের সাত ইঞ্চি পর্দার এই ট্যাবলেট পিসির সঙ্গে অতিরিক্ত একটি কাভার উপহার দেওয়া হচ্ছে বলে জানালেন ইলেক্ট্রো ভিশন স্বত্বাধীকারী এনামুল হক চৌধুরী। বসুন্ধরা সিটির লেভেল ৬-এর বি ব্লকের ৯ নম্বর দোকান থেকে কেনা যাবে এই ট্যাবলেট পিসিটি।
এনামুল হক চৌধুরী জানালেন, তাইওয়ানের এই ট্যাবলেট পিসিটির সঙ্গে এক বছর পর্যন্ত বিক্রয়োত্তর সেবা দেবেন তাঁরা। একবার চার্জে ইন্টারনেট টানা তিন ঘণ্টা চালানো যাবে। প্রয়োজনে পোর্টেবল চার্জার দিয়ে এটি চার্জ করা যাবে।
অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন অপারেটিং সিস্টেমের পিসিটির প্রসেসর ১.৫ গিগাহার্টস, ব্যাক ক্যামেরা ২.৫ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ১.৫ মেগাপিক্সেল, র্যাম ৫১২ মেগাবাইট, ব্যাটারি ৩৫০০ এমএএইচ।
- See more at: http://www.kalerkantho.com/online/info-tech/2014/09/24/132989#sthash.J26DqkIq.dpuf
Navigation
[0] Message Index
Go to full version