চুরি ঠেকাতে আইফোনে এবার 'কিল' সুইচ

Author Topic: চুরি ঠেকাতে আইফোনে এবার 'কিল' সুইচ  (Read 963 times)

Offline faruque

  • Hero Member
  • *****
  • Posts: 655
    • View Profile
চুরি ঠেকাতে আইফোনে এবার 'কিল' সুইচ



চুরি ঠেকাতে আইফোনে 'হত্যা' সুইচ নিয়ে এল অ্যাপেল। এই সুইচের মাধ্যমে ফোন চুরি গেলে ইউসাররা স্থায়ীভাবে ফোনের ডেটা লক এবং ডিলিট করতে পারবেন। কিল সুইচ অ্যাপেলের নয়া ফোন আই ফোন সিক্স ও আই ফোন সিক্স প্লাসে পাওয়া যাবে। আই ফোনের পুরনো মডেল গুলিতে ইচ্ছামতো এই সুইচ ইনস্টল করতে পারবেন ব্যবহারকারীরা।

এই 'কিল' সুইচকে গেম চেঞ্জার বলে দাবি করেছেন আইনজীবী জর্জ গ্যাসকন। গ্যাসকন বহুদিন ধরে এই কিল সুইচকে ফোনে অন্তর্ভুক্ত করার জন্য লড়াই চালাচ্ছিলেন। এপ্রিল মাসে আরও ১০টি যন্ত্র প্রস্তুতকারী সংস্থার সঙ্গে অ্যাপেলও কিল সুইচকে নিজেদের নতুন স্মার্ট ফোনে অন্তর্ভুক্ত করটে রাজি হয়।

সূত্র : জি নিউজ

- See more at: http://www.kalerkantho.com/online/info-tech/2014/09/18/130254#sthash.j3Ixbz6Z.dpuf